বুধবার নতুন ভাড়া নির্ধারণ করবে বিআরটিএ, বাস মালিকেরা
জ্বালানি তেলের দাম ৫ টাকা কমানোর পর পরিবহন ভাড়া সমন্বয় করতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভাড়া নির্ধারণ কমিটি বুধবার বৈঠকে বসবে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বলেছেন, 'সরকার জ্বালানি তেলের দাম কমানোয়, পরিবহন ভাড়াও কমবে। মানুষকে আমরা এই প্রতিশ্রুতিই দিয়েছিলাম'।
নাম প্রকাশ না করার শর্তে, কমিটির এক সদস্য জানান, এতে বর্তমান ভাড়া থেকে কিলোমিটারে সর্বোচ্চ পাঁচ পয়সা কমতে পারে।
তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভাড়া সমন্বয়ের আমাদের আগের অভিজ্ঞতা থেকেই এমন ধারণা করছি। আগেও একইভাবে ভাড়ার পরিমাণ বাড়ানো বা কমানো হয়েছে। আগে প্রতিলিটার তেলে এক টাকা বাড়ানো বা কমানোর বিপরীতে- ভাড়াও এক পয়সা করে বাড়ানো বা কমানো হয়েছে'।
তবে এনায়েত উল্লাহ উল্লেখ করেছেন যে, জ্বালানির খরচ বিশ্লেষণের পর বিআরটিএ'র সাথে আলোচনার ভিত্তিতে প্রকৃতপক্ষে কতোটা কমবে সেটা জানানো সম্ভব হবে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ভাড়া কিলোমিটারপ্রতি আড়াই টাকা। আর দূরপাল্লায় ২ টাকা ২০ পয়সা।
এর আগে, ডিজেলের দর লিটারে ৩৪ টাকা বাড়ানোর পর মহানগরে প্রতিকিলোমিটার বাসভাড়া ৩৫ পয়সা বাড়ে।
গতকাল সোমবার জাআলনি তেলের দাম লিটারে ৫টাকা কমায় সরকার।
নতুন মূল্য অনুসারে, প্রতিলিটার ডিজেল ও কেরোসিনের দাম কমে হয়েছে ১০৯ টাকা। অকটেন ১৩০ টাকা এবং পেট্রোল ১২৫ টাকা।