খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে পরিবারের আবেদন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার।
রোববার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।
এর আগে শনিবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, খালেদা জিয়ার পরিবার আবেদন করলে তার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হবে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে ২০২০ সালের ২৫ মার্চ নির্বাহী আদেশের মাধ্যমে খালেদা জিয়াকে ছয় মাসের জন্য মুক্তি দেয় সরকার।
এরপর দুই মামলায় তার শর্তসাপেক্ষে মুক্তির মেয়াদ কয়েক দফায় বাড়িয়েছে সরকার।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিশেষ আদালত পাঁচ বছরের কারাদণ্ডের রায়ের পর তাকে পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
পরে তিনি দুর্নীতির দ্বিতীয় মামলায় দোষী সাব্যস্ত হন।
মুক্তি পাওয়ার পর থেকে গুলশানের বাসায় অবস্থান করছেন তিনি।