ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি: মির্জা আব্বাস
বিএনপি ওয়ান ইলেভেন আনার পাঁয়তারা করছে এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 'ওয়ান ইলেভেনের ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।'
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ইদানিং বহু মানুষ বহু কথা বলছে। বলছে বিএনপি নাকি ১/১১ আনার পাঁয়তারা করছে। তাদের উদ্দেশে বলতে চাই, ২০০৭ সালের ১/১১ এর ভয়াবহ পরিণতি বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করেনি।
বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, 'যদি আপনারা এ ধরনের কথাবার্তা বলে সংঘাত বিভেদ সৃষ্টি করেন, তাহলে কিন্তু দেশ কোনো দিন গণতন্ত্রের চেহারা দেখবে না।' তিনি আরও বলেন, হঠাৎ করে নতুন মুখে কথা ফুটলে বাচ্চারা যেমন আবোলতাবোল বলতে থাকে, অনেক দল অনেক ব্যক্তি যাঁরা আজকে কথাবার্তা বলছেন, তাঁরা এমনভাবে কথাবার্তা বলছেন যে মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর।
অনেকেই বিএনপিকে ভারতের দিকে ঠেলে দিতে চায় অভিযোগ করে তিনি বলেন, ভারতের দোসর আওয়ামী লীগের দিকে যারা বিএনপিকে ঠেলে দিতে চান, তারা নিজের চেহারা আয়না দিয়ে দেখুন। বিএনপিকে 'ভারতের দালাল' প্রমাণের চেষ্টা করলে 'পরিণতি ভালো হবে না' বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
দেশের কল্যাণে বিএনপির অবদান মনে করিয়ে উপস্থিত জনতার উদ্দেশে মির্জা আব্বাস বলেন, এই পরিবারের ত্যাগ যদি জাতি ভুলে যায়, এটা ঠিক হবে না। এই পরিবারের প্রতি অন্যায় করা হবে। কোকো মারা গেলেন। তার বড় ভাই দেশত্যাগী। মা এখন পর্যন্ত চিকিৎসাধীন।
এ সময় বিগত সরকার 'স্লো পয়জনিং' পদ্ধতিতে খালেদা জিয়ার সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকেও মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বক্তব্যের একপর্যায়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশে স্বাগত জানান বিএনপির শীর্ষ এই নেতা। নতুন দলের প্রতি বিএনপি হিংসাত্মক মনোভাব রাখে- এ ধরনের মন্তব্যকারীদের 'দেশের শত্রু' বলে আখ্যায়িত করেন মির্জা আব্বাস।
দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির সেচ্ছাসেবা বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভুঁইয়া জুয়েল প্রমুখ।