‘আমির খানের বাড়িতে বন্দি থাকা আর বিগ বসে যাওয়া, দুটোই ভয়ানক’, ভাই ফয়সাল খান
আর সপ্তাহখানেক অপেক্ষা। তারপরেই শুরু হবে বিগ বস। সালমান খানের এই রিয়েলিটি শো বরাবরই জনপ্রিয় ভারতের দর্শকদের মধ্যে। বহু তারকা আছেন যারা বিগ বসে ঢোকার সুযোগ হাতছাড়া করতে চান না। কারণ এমন অনেকেই আছেন যাদের ভাগ্য বদলে দিয়েছে এই ঘর। তবে খবর বলছে, আমির খানের ভাই ফয়সাল খানের কাছে বিগ বসের প্রস্তাব গিয়েছিল। কিন্তু তিনি তা ফিরিয়ে দেন।
এই প্রসঙ্গে ফয়সাল সংবাদমাধ্যমকে জানান, বিগ বসের ঘরে সবাই একে-অপরের সঙ্গে ঝামেলা করে। তর্ক করে। একজন আরেকজনের উপরে মানসিকভাবে অত্যাচার করে। তিনি জানেন বন্দিদশার মধ্যে কোনও আনন্দ নেই। তিনি একবার বন্দি থেকেছেন ভাই আমিরের 'জেলে'! দ্বিতীয়বার সেই একই জিনিস সহ্য করার ইচ্ছে তার আর নেই।
ফয়সাল আরও জানান, টাকার জন্য তার বন্দি হওয়ার কোনও ইচ্ছেই নেই। সৃষ্টিকর্তার ইচ্ছায় টাকা যথেষ্ট আছে। তিনি মুক্ত থেকেই জীবনের সব আনন্দ নিতে চান। সঙ্গে দাবি করেন, বিগ বসের প্রাক্তন প্রতিযোগীদের মধ্যে বাইরে গিয়ে অনেক কাজ পেয়েছেন এমন কেউই নেই!
একাধিকবার খবরের শিরোনামে এসেছেন আমির খানের ভাই ফয়সাল খান। তিনি জানিয়েছিলেন কীভাবে পরিবারের সবাই, ভাই আমির-সহ অত্যাচার চালিয়েছিল তার উপর। ফয়সালের দাবি ছিল, তাকে ঘরবন্দি করে রেখেছিল আমির আর ঘোষণা করে দিয়েছিল তিনি মানসিকভাবে সুস্থ নন। এদিকে তিনি তখন পুরোপুরি ঠিক ছিলেন।
'মাদহোশ' অভিনেতা আরও জানিয়েছিলেন যে তার কোনও কাগজে সই করার অধিকারও কেড়ে নিয়েছিল আমির। কেড়ে নিয়েছিল ফোন। এমনকি উলটোপালটা ওষুধও খাওয়ানো হত। ২০০০ সালে 'মেলা' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন আমির আর ফয়সাল।
ভাইয়ের বিরুদ্ধে ফয়সাল আরও অভিযোগ এনেছিলেন, বাড়ির বাইরে দারোয়ান রেখে দিয়েছিল আমির, যাতে তিনি পালাতে না পারেন। তার কথায়, মানসিকভাবে সেই সময়টা খুব কঠিন ছিল তার জন্য।