আগস্টে বাড়লেও সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার কম: পরিকল্পনামন্ত্রী
আগস্টে বাড়লেও সেপ্টেম্বরে মূল্যস্ফীতি কমতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
যদিও আগস্ট মাসের মূল্যস্ফীতির তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
পরিকল্পনামন্ত্রী বলেন, "আরও সময় প্রয়োজন, তবু কয়েক দিনের মধ্যেই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।"
আজ (৩ অক্টোবর) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সম্মেলন কক্ষে জনশুমারি পরবর্তী যাচাই (পিইসি) জরিপ কার্যক্রমে নিয়োজিত কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
উল্লেখ্য, চলতি বছরের জুন মাসের তুলনায় জুলাই মাসে সাধারণ মূল্যস্ফীতি হ্রাস পায়। জুলাই মাসে মূল্যস্ফীতি এসেছিল ৭ দশমিক ৪৮ শতাংশ।