কল দিলে মধ্যবিত্তের ঘরে খাবার পৌঁছে দেবে পুলিশ
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ রয়েছে স্কুল-কলেজ, অফিস-আদালত, কারখানা, শপিংমলসহ সকল ধরনের যানবাহন।
এ অবস্থায় দেশের সবশ্রেণির মানুষের সমস্যা হলেও সব থেকে বেশি বিপাকে পড়েছে মধ্যবিত্তরা। নিম্নবিত্তরা সরকার ও অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান থেকে সহায়তা পেলেও মধ্যবিত্তরা তা থেকে বঞ্চিত। এই শ্রেণির মানুষ লোকলজ্জার ভয়ে কাউকে কিছু বলতেও পারছেন না।
তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ মধ্যবিত্তদের সহায়তায় এগিয়ে এসেছে। সিএমপি মধ্যবিত্তদের তথ্য গোপন রেখে সহায়তার জন্য আলাদা হটলাইন চালু করেছে। এসব নম্বরে কেউ কল কিংবা খুদে বার্তা পাঠিয়ে সাহায্য চাইলে সিএমপির সহায়তা টিম বিনামূল্যে খাদ্য সামগ্রী ঘরে পৌঁছে দেবে।
সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, সবাই নিম্ন আয়ের মানুষদের ত্রাণ দিচ্ছে। কিন্তু মধ্যবিত্তদের কাছে কেউ যাচ্ছে না। খোঁজ নিলে জানা যাবে, না খেয়ে থাকছেন হাজারও মধ্যবিত্ত। কিন্তু সমাজে মানসম্মানের ভয়ে তারা কারও কাছ থেকে সহায়তা নিতে পারছেন না। তাই সিএমপি এসব মানুষের ঘরে তথ্য গোপন রেখে সহায়তা পৌঁছে দেবে।
সিএমপির দক্ষিণ বিভাগের কমিশনার আবদুর রউফ বলেন, মধ্যবিত্তরা ফোন বা এসএমএস করলে বাসায় বাজার পৌঁছে দেবে পুলিশ। তাদের পরিচয় গোপন রাখা হবে। মানুষ বুঝতে পারবে- এমন বাজারের ব্যাগও ব্যবহার করা হবে না।
সিএমপি এই সেবা চালুর পর মধ্যবিত্তরা স্বস্তি প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক নগরের দুই নম্বর গেট এলাকায় একটি সুপারশপের ম্যানেজার বলেন, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় থাকি। বর্তমানে সুপারশপ বন্ধ। তাই বেতনও বন্ধ রয়েছে। যা টাকা ছিল, সব শেষ। এখন কি করব, ভেবে পাচ্ছি না। এই অবস্থায় কারও কাছে ধারও পাচ্ছি না। সংসার চালাতে যুদ্ধ করতে হচ্ছে। আর কিছুদিন গেলে না খেয়ে থাকতে হবে। এ সময় পুলিশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে।
মধ্যবিত্তদের সহায়তার জন্য সিএমপির হটলাইন নম্বরগুলো:
সিএমপি হটলাইন: ০১৪০০৪০০৪০০, ০১৮৮০৮০ ৮০ ৮০।
উত্তর বিভাগ: চান্দগাঁও থানা- ০১৭৬৯৬৯৫৬৬৯, পাঁচলাইশ থানা- ০১৭৬৯৬৯৫৬৭০, বায়েজিদ থানা- ০১৭৬৯৬৯৫৬৬৮, খুলশী থানা- ০১৭৬৯৬৯৫৬৬৬।
দক্ষিণ বিভাগ: কোতোয়ালী থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৫, বাকলিয়া থানা- ০১৭৬৯-৬৯৫৬৬৭, চকবাজার থানা- ০১৭৬৯-৬৯৫৬৭৯, সদরঘাট থানা- ০১৭৬৯-৬৯৫৬৮০।
পশ্চিম বিভাগ: ডবলমুরিং থানা- ০১৭ ৬৯৬৯৫ ৬৭১, হালিশহর থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭৩, পাহাড়তলী থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭২, আকবরশাহ থানা- ০১৭ ৬৯৬৯ ৫৬৭৮।
বন্দর বিভাগ: বন্দর থানা- ০১৭৬৯০৫৮১৪৯, ০১৭৬৯৬৯৫৬৭৪, ইপিজেড থানা- ০১৭৬৯৬৯১১০৬, ০১৭৬৯৬৯৫৬৭৭, পতেঙ্গা থানা- ০১৭৬৯০৫৮১৫০, ০১৭৬৯৬৯৫৬৭৫, কর্ণফুলী থানা- ০১৭৬৯০৫৮১৫১, ০১৭৬৯৬৯৫৬৭৬।