২০২২ বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা: ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী!
আর মাত্র দিন দশেক পরেই কাতারে শুরু হতে যাছে ক্রীড়া জগতের সবচেয়ে বড়, আড়ম্বরপূর্ণ আসর ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে হট ফেভারিটদের তালিকায় রয়েছে আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে গত কোপা আমেরিকার পর থেকেই একেবারে ভিন্ন এক আর্জেন্টিনার দেখা পেয়েছে ভক্তরা। জাতীয় পর্যায়ে টানা জয়ের ধারা অব্যহত রেখেছে আর্জেন্টিনা, তাই বিশ্বকাপেও শিরোপা জয়ের আশায় বুক বাধছেন ভক্তরা।
আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা কতখানি তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে তো বটেই; তবে এবার প্রযুক্তি দুনিয়া থেকেও ভবিষ্যদ্বাণী এলো যে ২০২২ ফুটবল বিশ্বকাপের শিরোপা উঠবে আলবিসেলেস্তেদের হাতেই!
ভিডিও গেমিং প্রতিষ্ঠান ইলেকট্রনিকস আর্টস (ইএ) ইএ স্পোর্টস ফিফার সবশেষ গেমিং সংস্করণ ফিফা ২৩ ব্যবহার করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে যে এবারের বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনাই। জয়ী দলের নাম প্রকাশ করার পাশাপাশি তারা এও ভবিষ্যদ্বাণী করেছে যে, গোল্ডেন বুট এবং গোল্ডেন বলও লিওনেল মেসিই পাবেন!
বলে রাখা ভালো, সর্বশেষ তিনটি বিশ্বকাপেও একই পদ্ধতিতে ভবিষ্যদ্বাণী করেছিল ইএ স্পোর্টস এবং তা হুবহু মিলেও গিয়েছিল! ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন, ২০১৪ সালে জার্মানি এবং সবশেষ ২০১৮ তে ফ্রান্স। তাই ইএ স্পোর্টসের এবারের ভবিষ্যদ্বাণী একেবারে হেলায় উড়িয়ে দিচ্ছেন না অনেকেই!
কাতার বিশ্বকাপ ২০২২ টুর্নামেন্টের মোট ৬৪টি ম্যাচের হিসাব কষে এ ভবিষ্যদ্বাণী করেছে ইএ স্পোর্টস। এই সিমুলেশনের মাধ্যমে তারা সি গ্রুপে মেসিদেরকে রেখেছে শীর্ষে, তারপর শেষ ষোলর লড়াইয়ে তাদের ডেনমার্কের মুখোমুখি হতে হবে।
তাদের হিসাব অনুযায়ী, ডেনমার্কের সাথে জয়ের পর কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের সাথে খেলে জয়ী হবে আর্জেন্টিনা এবং সেমিফাইনালে দেখা হবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে। তাদেরকে হারিয়ে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবেন মেসিরা। আর ফাইনালের মহারণে শেষ হাসি হাসবে আর্জেন্টিনাই!
এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা টপ ফেভারিটদের তালিকায় থাকলেও ব্রাজিল, জার্মানি, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলগুলোকে ভুলে গেলে চলবে না। আর বাকিটা সময়ই বলে দেবে!