মুদ্রাস্ফীতির চাপে ১০ হাজার পেসোর নোট ছাপবে আর্জেন্টিনা
দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে জর্জরিত লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় মূল্যস্ফীতির হার অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ১০ হাজার পেসোর নোট ছাপানোর পরিকল্পনা করছে দেশটির সরকার।
মঙ্গলবার (৭ মে) ১০ হাজার পেসোর নোট ছাপানোর ঘোষণা দিয়েছে আর্জেন্টিনার কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে সর্বোচ্চ ২ হাজার টাকার নোট রয়েছে আর্জেন্টিনায়।
গত মার্চ মাসে ২৮৭ শতাংশ মুদ্রাস্ফীতি হয়েছিল আর্জেন্টিনায় যা বিশ্বে সর্বোচ্চ। দেশটির জনগণকে বর্তমানে বড় ব্যাগে করে টাকা নিয়ে বাজার করতে যেতে হয়।
জনগণের লেনদেনের সুবিধার কথা চিন্তা করে আগামী মাসেই ১০ হাজার পেসোর নোট বাজারে ছাড়া হবে বলে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে। তবে দেশের অভ্যন্তরে তা ১০ হাজার মূল্যমানের হলেও আন্তর্জাতিক মূল্যমানে ওই নোট মাত্র ১১ ডলারের সমান।
লেনদেনে এখন পর্যন্ত আর্জেন্টিনাবাসীর সবচেয়ে পছন্দের নোট হচ্ছে ১ হাজার পেসোর নোট। ২০১৭ সালে যখন এ নোট প্রথম বাজারে ছাড়া হয় তখন তার মূল্যমান ছিল ৫৮ ডলার। তবে মূল্য কমে গিয়ে বর্তমানে সেটি মাত্র ১ ডলারে এসে ঠেকেছে।
গত বছরের নভেম্বরে দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে বেশ কিছু পরিকল্পনার ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ডানপন্থি অর্থনৈতিক উদারবাদী নেতা হাভিয়ের মিলেই। আর্জেন্টিনার অর্থনীতির চিত্র বদলে দিতে তার গৃহীত পরিকল্পনাকে তিনি 'শক থেরাপি' নামে আখ্যায়িত করেছিলেন।
মিলেইয়ের পরিকল্পনার মধ্যে ছিল— কেন্দ্রীয় ব্যাংক বন্ধ করে দেয়া, নিজ দেশের মুদ্রা পেসো বাতিল করে ডলারের প্রচলন করা, সরকারি ব্যয় কমানো এবং জনগণের কষ্ট হলেও বড় রকমের সংস্কার কর্মসূচি চালানো।
তার সেই পরিকল্পনার অংশ হিসেবে নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বছরের শেষের দিকে ২০ হাজার পেসোর নোট বাজারে ছাড়া হতে পারে বলেও ঘোষণা দেওয়া হয়েছে।
বার্ষিক মূল্যস্ফীতির হার বেড়ে চললেও মিলেইয়ে দাবি করেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর গত ডিসেম্বর মাস থেকে মুল্যস্ফিতি কমতে শুরু করেছে। তবে তার কিছু ভুল সিদ্ধান্তের জন্য ইউরোপ আমেরিকার তুলনায় আর্জেন্টিনায় মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ায় জনগণের দুর্দশাও বেড়েছে।
মিলেইয়ের অদূরদর্শী পদক্ষেপের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ মে) দেশব্যাপী ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।