ছোট্ট রাজকন্যাকে স্বাগত জানাতে সেজেছে পুরো বাড়ি
বৃহস্পতিবার সদ্যোজাত কন্যাকে নিয়ে হাসপাতাল থেকে নিজেদের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বলিউডের তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। সকালে মুম্বাইয়ের এইচ এন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালের গেট দিয়ে বেরিয়ে যায় রণবীরের গাড়ি। খবর আনন্দবাজার পত্রিকার।
গত ৬ নভেম্বর জন্ম নিয়েছে 'রণলিয়া'র শিশুকন্যা। যাকে ঘিরে আনন্দজোয়ার বলিউডে। এত দিন মা-মেয়ে হাসপাতালেই ছিলেন। সন্তানের জন্ম দেওয়ার ধকল সামলে সেরে উঠতে কিছুটা সময় লেগেছে আলিয়ার। এবার চিকিৎসকরা অভিনেত্রীকে বাড়ি ফিরে বিশ্রাম করার সবুজ সঙ্কেত দিলেন।
সূত্রের খবর, গত তিন বছর ধরে নতুন করে সেজে উঠছিল ঋষি কাপুর এবং নীতু কাপুরের পুরনো বাড়ি কৃষ্ণ রাজ বাংলো। শোনা যাচ্ছে, রণবীর-আলিয়া তাদের সদ্যোজাতকে নিয়ে উঠবেন সেই নতুন হয়ে ওঠা বিলাসবহুল প্রাসাদেই।
ন'তলা বাড়ির একটি তলায় থাকবেন নীতু কাপুর। আরও একতলায় মেয়েকে নিয়ে থাকবেন আলিয়া এবং রণবীর। তবে খুদে রাজকন্যার জন্য আরও একটি তলার পুরোটা এখন থেকেই বরাদ্দ রয়েছে। একেই বুঝি বলে সোনার চামচ মুখে জন্ম!
বাড়ির অপর একটি তলায় খুদের পিসি মানে রণবীর কাপুরের বোন রিদ্ধিমা এবং তার ছেলে মাঝেমাঝে এসে থাকবেন। অন্য ফ্লোরগুলোর মধ্যে একটিতে হবে রণবীর-আলিয়ার অফিস। যেখানে তারা চলচ্চিত্রের চিত্রনাট্য শুনবেন।