বিদায় বলেও আইপিএলে থাকছেন পোলার্ড
আইপিএল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ওয়েস্ট ইন্ডিয়ান অল-রাউন্ডার কিয়েরন পোলার্ড। মুম্বাইয়ের হয়ে ১৩ মৌসুম আইপিএল মাতানোর পর এই ঘোষণা দিলেন টি-টোয়েন্টি ফরম্যাটের এই কিংবদন্তি খেলোয়াড়।
আইপিএলে মুম্বাইয়ের হয়ে ধারাবাহিক পারফর্ম করা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন এই ক্যারিবিয়ান 'বিগ ম্যান'। ব্যাটিং-বোলিং এবং নিজের দুর্দান্ত ফিল্ডিং দিয়ে মুম্বাই ভক্তদের মনে আজীবনের জন্য জায়গা করে নিয়েছেন পোলার্ড।
আইপিএলে খেলার মাঠ থেকে বিদায় নিলেও মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা আইপিএলকে পুরোপুরি বিদায় বলছেন না পোলার্ড। মাঠের ভূমিকা ছেড়ে এবার মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ হিসেবে আইপিএলে দেখা যাবে পোলার্ডকে। টি-টোয়েন্টি ক্রিকেটের এই মারকুটে ব্যাটসম্যান যে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের বিস্ফোরক ব্যাটিংয়ের টিপসই দিবেন সেটা বুঝা দুঃসাধ্য নয়।
অবসরের ঘোষণা দিয়ে পোলার্ডের দেয়া বিবৃতিতে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকপক্ষ এবং আইপিএলের আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। ভবিষ্যতে ব্যাটিং কোচের রোলে নিজের সর্বোচ্চটা দিবেন বলেও জানিয়েছেন পোলার্ড।