আইপিএলে পুরনো ঠিকানাতেই থাকছেন মুস্তাফিজ
২০২৩ আইপিএলের জন্য বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের পরবর্তী আসরের জন্য যে খেলোয়াড়দের দিল্লি দলে রাখতে পারতো তাদের মধ্যে আছেন ফিজও।
আইপিএলের আগামী আসরের জন্য আগেরবারের দলের বেশিরভাগ খেলোয়াড়কে এবারও রেখে দিয়েছে দিল্লি ক্যাপিটালস। যাদের মধ্যে আছেন বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজকে দলে রাখলেও ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়েছে দিল্লি। এছাড়াও টিম সেইফার্ট, কে এস ভারত, মানদীপ সিং কে ছেড়ে দিয়েছে তারা।
আইপিএলে আগের বারের দলের প্রায় সবাইকেই দলে রেখেছে দিল্লি ক্যাপিটালস। যাদের মধ্যে আছেন রিশাভ পান্ত, পৃথিবী শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, আনরিক নরকিয়া ও লুঙ্গি এনগিডির মতো তারকারা।
২৩ ডিসেম্বরের নিলামে ১৯ কোটি ৭৫ লাখ রুপি খরচ করার সুযোগ পাবে দিল্লি।