ঢাকায় দুটি বাসের উদ্বোধন করলেন ইন্দোনেশিয়ার মন্ত্রী
ইন্দোনেশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদুল কাদির জেলানি বাংলাদেশে ইন্দোনেশিয়ার তৈরি দুটি নতুন বাসের উদ্বোধন করেছেন।
ঢাকায় ইন্দোনেশিয়ার দূতাবাস এবং ইনোভেটিভ মোটরসের যৌথ আয়োজনে আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইভেন্টের আয়োজক জানান, বাস দুটি দেশের বিভাগগুলোর মধ্যে আন্তঃনগর পরিবহন হিসেবে চলাচল করবে।
নতুন বাসে স্ক্যানিয়ার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। বাস দুটির সম্পূর্ণ কাঠামো তৈরি করেছে ইন্দোনেশিয়ার লাকসানা বাস লিমিটেড। সম্পূর্ণ কাঠামো তৈরির পর ইনোভেটিভ মোটরস বাসগুলো বাংলাদেশে আমদানি করে।
২০১৮ সাল থেকে স্থানীয় অংশীদার হিসেবে ইনোভেটিভ মোটরস লাকসানার তৈরি ১৮টি বাস বাংলাদেশে আমদানি করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতানো সুবোলো এবং ইনোভেটিভ মোটরসের ব্যবস্থাপনা পরিচালক এমডি ফারুক তালুকদার সোহেল।