জাপানে আত্মগোপনে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা
চীনের শীর্ষ ধনী ও আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা সপরিবারের জাপানের রাজধানী টোকিওতে আত্মগোপনে রয়েছেন। ধারণা করা হচ্ছে, চীনে সম্প্রতি প্রযুক্তি খাতের শক্তিশালী শীর্ষ ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের সাথে চলমান দ্বন্দ্বের কারণে নিজের নিরাপত্তায় এ কৌশল নিয়েছেন জ্যাক মা।
দুই বছর আগে জ্যাক মা সাংহাই সামিটে চীনা নিয়ন্ত্রক সংস্থার বৈষম্যমূলক নীতির সমালোচনা করেন। এই সমালোচনামূলক বক্তব্যর পরেই চীনা সরকার আলিবাবার সহযোগী আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের প্রায় ৩৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে শেয়ারবাজারে প্রবেশের পথ বন্ধ করে দেয়। এরপর থেকেই নিজেকে জনসাধারণের কাছ থেকে অনেকটা আড়ালে রাখতে শুরু করেন জ্যাক মা।
লোকচক্ষুর অন্তরালে যাওয়ার পর গত বছর ৪৮ সেকেন্ডের একটি অনলাইন ভিডিওতে জ্যাক মাকে দেখা যায়। কিন্তু এ ভিডিও নিয়ে গুঞ্জন ওঠে যে, ভিডিওটি জ্যাক মাকে জিম্মি অবস্থায় করা হয়েছে। এছাড়াও নানা সময়ে জ্যাক মাকে নেদারল্যান্ড ও স্পেনে দেখা গেলেও নিজ দেশ চীনকে তিনি এড়িয়ে চলেছেন।
সম্প্রতি জাপানিজ মিডিয়া কোম্পানি নিক্কেই এর মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ফাইন্যনশিয়াল টাইমস গোপন সূত্রের বরাতে জানিয়েছে যে, জ্যাক মা গত ৬ মাস ধরে সপরিবারে জাপানে বসবাস করছেন। সেখানেই তিনি দেহরক্ষীসহ খুব গোপনীয়তার সাথে গুটিকয়েক আস্থাশীল কোম্পানি কর্মকর্তাদের সাথে বৈঠক করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং পরিবারের সাথে একান্ত সময় কাটাচ্ছেন। এছাড়াও নানা সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলে ভ্রমণ করছেন।
জাপান সামিটে সমালোচনামূলক ঐ বক্তব্যর পর জ্যাক মার কোম্পানির প্রতি চীনা নিয়ন্ত্রক সংস্থার কড়াকড়িতে তার সম্পদের পরিমাণ ৫০ বিলিয়ন থেকে ২১ বিলিয়নে নেমে এসেছে। এছাড়াও এর কয়েক মাস পরেই অসম প্রতিযোগিতার অভিযোগ এনে আলিবাবাকে ২.৮ বিলিয়ন মার্কিন ডলারের জরিমানা করা হয়। একইসাথে চীনা সরকার আলিবাবার মালিকানাধীন গণমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বিক্রি করে দেয়ার নির্দেশ দিয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও জ্যাক মার প্রতি নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন।
গত সপ্তাহে চীনের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপকে ১ বিলিয়ন ডলারের জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হচ্ছে, কোম্পানিটির লাইসেন্স ধরে রাখতে ও শেয়ার বাজারে অন্তর্ভুক্ত হতে এটি প্রথম ধাপ হিসেবে কাজ করতে পারে। এছাড়াও চলতি বছরের আগস্ট মাসে জাপানের সফটব্যাংক আলিবাবায় থাকা তাদের ২৩.৭ ভাগ শেয়ারের মধ্যে প্রায় ৯ ভাগ শেয়ার ৩৪ বিলিয়ন ডলারের বিনিময়ে বিক্রি করে দিয়েছে।
কোম্পানিটির পরিবর্তিত এ পরিস্থিতি সম্পর্কে আলিবাবার পক্ষ থেকে আনুষ্ঠানিক মন্তব্য চাওয়া হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। আলিবাবাকে সফল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে জ্যাক মা শুরুতে বহু কঠিন পথ পাড়ি দিয়েছেন। তবে চীনা সরকারের তীব্র বিরোধিতা ও নানা প্রতিবন্ধকতার মাঝে এটা সহজেই অনুমেয় যে, জ্যাক মা ও কোম্পানি হিসেবে আলিবাবাকে আবারও সুদূর ভবিষ্যতে খুব কঠিন সময় অতিক্রম করতে হবে।