নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর আরও ১০ স্বজন কানাডার পথে
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে নিহত রোহিঙ্গা মুহিবুল্লাহর আরও ১০ জন স্বজন কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করেছেন।
সোমবার (৫ ডিসেম্বর) সকালে উখিয়ার কুতুপালং ট্রানজিট পয়েন্ট থেকে ওই ১০ সদস্য ঢাকার উদ্দেশে রওনা হন বলে একাধিক সূত্র জানালেও কেউ নিশ্চিত করেননি।
তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, তৃতীয় দফায় মুহিবুল্লাহর আরও কিছু স্বজন কানাডা যাচ্ছেন। তারা ক্যাম্প ত্যাগ করেছেন। তবে তারা কতজন, তিনি জানেন না।
নাম প্রকাশ না করার শর্তে সরকারি এক কর্মকর্তা জানান, "মুহিবুল্লাহর মেয়ের জামাই নওখিমের স্বজন রশিদ উল্লাহ ও মো. সেলিমের দুই পরিবারের ১০ সদস্য কানাডার উদ্দেশে ক্যাম্প ত্যাগ করছেন। এখানকার প্রক্রিয়া শেষে তাদের ঢাকার উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের কানাডায় রওনা দেওয়ার কথা রয়েছে।"
২০২১ সালের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং ক্যাম্পে নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে শীর্ষস্থানীয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হন।
এরপর দুই দফায় তার পরিবারের আরও ২৫ জন কানাডায় গেছেন।