মধ্যপ্রাচ্যের ক্লাবে খেলার জন্য একসময় জাভিকে অপমান করেছিলেন রোনালদো!
বিশ্বখ্যাত ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এখন ফ্রি এজেন্ট। বিশ্বকাপের ঠিক আগেই নিজের প্রাক্তন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে কেন্দ্র করে ঘটনাবহুল কয়েকটি সপ্তাহ পার করেছেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদো-ম্যানইউ দ্বন্দ্বই বহুদিন ধরেই চলছিল বলা যায়, মূলত কোচের সাথে। কারণ খেলায় সুযোগ পাচ্ছিলেন না রোনালদো, বেশিরভাগ সময়ই বেঞ্চে বসিয়ে রাখা হচ্ছিলো সাবেক রিয়াল মাদ্রিদ তারকাকে। এরপরেই পিয়ার্স মর্গানের সাক্ষাতকারে বোমা ফাটালেন রোনালদো, তারই জের ধরে অবশেষে ছিন্ন হয়ে গেছে ক্লাবের সাথে তার সম্পর্ক।
চলমান কাতার বিশ্বকাপের মধ্যেই রোনালদোর জন্য সৌদি আরবের ক্লাব আল নাসেরের পক্ষ থেকে অবিশ্বাস্যরকম মোটা অংকের টাকার প্রস্তাব পেয়েছেন রোনালদো। ৩৭ বছর বয়সী রোনালদোকে আড়াই বছরের জন্য ক্লাবে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে আল নাসের। সেখানে প্রতি মৌসুমে রোনালদোর বেতন ধরা হবে ২০০ মিলিয়ন ইউরো!
এমনটা হলে ৩৭ বছর বয়সেও রোনালদো হবেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। আর স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কার খবর অনুযায়ী, রোনালদো নাকি সেই প্রস্তাব গ্রহণ করার পথেই এগোচ্ছেন। তাদের প্রতিবেদনে দাবি করা হয়েছে আগামী ১ জানুয়ারি থেকেই আল নাসেরে যোগ দিচ্ছেন রোনালদো!
কিন্তু রোনালদোর সৌদি ক্লাবে যোগ দেওয়ার খবরে বেশ অবাক হয়েছেন তার ভক্ত ও নিন্দুকেরাও। কারণ বেশ কিছুদিন আগে মধ্যপ্রাচ্যের দলে খেলা নিয়ে সাবেক বার্সা কিংবদন্তী জাভিকে কটূ কথা শুনিয়েছিলেন সিআরসেভেন!
অনেকেই মনে করছেন, আল নাসেরের মতো ক্লাব যারা চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ দিতে পারবে না রোনালদোকে, সেখানে গিয়ে নিজের ক্যারিয়ারের ইতি টানলে ভুল সিদ্ধান্ত নেবেন পর্তুগাল অধিনায়ক। যেখানে রোনালদো নিজেই নিজেকে অনেক উপরে রাখেন, সেখানে ইউরোপিয়ান ফুটবল থেকে সরে গিয়ে তিনি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন তা একটি বড় প্রশ্ন।
জাভিকে কটাক্ষ করার প্রসঙ্গটি আবারও নতুন করে আলোচনায় উঠে এসেছে এখন। মেসি-রোনালদোর মধ্যে তুলনা বরাবরই আলোচিত বিষয়। মেসি বার্সেলোনাতে এবং রোনালদো রিয়াল মাদ্রিদে থাকার সময় এই দুজনের দ্বৈরথ ছিল ফুটবল ভক্তদের কাছে সবচেয়ে উত্তেজনাকর বিষয়!
স্পেনের সাবেক খেলোয়াড় জাভিও ২০১৬ সালে মেসির সাথে রোনালদোর একটি তুলনা করে বলেছিলেন, "রোনালদো তার সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু সমস্যা হচ্ছে একই সময়ে আরও একজন খেলোয়াড় আছেন যিনি ফুটবলের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড়। রোনালদো অবশ্যই অসাধারণ। কিন্তু আমি মনে করি, মেসির সঙ্গে তার তুলনা করা উচিত না, আমার মনে হয় আরও অনেক ফুটবলপ্রেমীই আমার সঙ্গে একমত হবেন।"
ওই সময়ে জাভি কাতারের আল-সাদ ক্লাবের হয়ে খেলতেন। ডেইলি মেইল সূত্র অনুযায়ী, জাভির মন্তব্যের প্রতিক্রিয়ায় ঐ একই সপ্তাহে রোনালদো বলেছিলেন, "ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ দেয়া খেলোয়াড় আমি। যারা চায় আমি বিভিন্ন জিনিসের প্রচার করি, কভার ছবিতে হাজির হই, তারা আমাকে নিয়েই কথা বলে। জাভি কি বলছে তাতে কি যায় আসে? সে যেন কোথায় খেলে? কাতারের কোনো একটা ক্লাবে, আমি ঠিক জানিও না। সে সবকিছুই জিতেছে কিন্তু কোনো ব্যালন দ'অর জিতেনি। অথচ আমি ব্যালন দ'অর জিতেছি তিনবার।"
অন্যদিকে, দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল যে রোনালদো সেসময় বলেছিলেন- "জাভি কি বলছে তাতে আমার কিছু যায় আসে না! সে কাতারে খেলে, আমার খেলার সাথে তার কোনো যোগসূত্র নেই।"
তবে একসময় জাভিকে কাতারে খেলার জন্য কটাক্ষ করে এখন নিজেই সৌদি ক্লাবে পা বাড়ানোটা ভালো চোখে দেখছেন না অনেকেই। আর কাতারের ক্লাবে যোগ দেওয়ার সময় জাভির বয়সও ছিল ৩৬ বছর। অর্থাৎ, রোনালদোর এখনকার বয়সের সাথে খুব একটা পার্থক্য ছিল না তার।
তবে সময় বদলেছে, তার সঙ্গে সঙ্গে হয়তো রোনালদোর মতামতও বদলেছে। হতে পারে ওই সময়কার আবেগের তাড়নায় তিনি জাভিকে অপমান করে বসেছিলেন। কিন্তু সৌদি ক্লাবে খেলতে শুরু করলে তাকেও যে অনেক ফুটবলভক্তদের কটাক্ষের শিকার হতে হবে না, তার কিন্তু নিশ্চয়তা নেই!
সূত্র: গিভ মি স্পোর্টস