ঘন কুয়াশায় টাঙ্গাইলে একাধিক যানবাহনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১, আহত শতাধিক
ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০-৩০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সকাল সাড়ে ৭টার দিকে মির্জাপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন এক প্রত্যক্ষদর্শী।
ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালান।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা টুটুল দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "সকাল ৯টায় মহাসড়কের ধলিয়া-মনসুর এলাকায় ঢাকাগামী লেনে পিকআপ ভ্যানের পেছনে বাসের ধাক্কায় একজন নিহত হয়। নিহত ব্যক্তি বাসের হেলপার ছিলেন।"
তবে এখনো তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
টাঙ্গাইলের ট্রাফিক সার্জেন্ট মোস্তাক বলেন, "সকাল থেকে মির্জাপুরের বিভিন্ন এলাকায় ১৫/১৬টি দুর্ঘটনা ঘটেছে। এর ফলে ঢাকাগামী লেন বন্ধ রয়েছে। তবে সার্ভিস লেন দিয়ে যানবাহন চলাচল করছে।"
"মহাসড়কে পুলিশ কাজ করছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে," যোগ করেন তিনি।