লুব্রিকেন্টস আমদানিতে এলসির নগদ মার্জিন হার শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক
বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং সারাদেশে শিল্পোৎপাদন সচল রাখতে ইঞ্জিন ওয়েল, লুব্রিকেন্টস আমদানিতে এলসির নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের 'ব্যাংকিং প্রবিধি ও নীতি' বিভাগ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে।
এতে বলা হয়, পণ্য আমদানির জন্য ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ১০০ শতাংশ ও ৭৫ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ করতে নির্দেশনা দেয়া আছে।
নতুন নির্দেশনায় কিছুটা শিথিল করে বলা হয়েছে, ইঞ্জিন অয়েল, লুব্রিকেন্টস ও এর উৎপাদন এবং প্রস্তুত সংশ্লিষ্ট পণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে নগদ মার্জিন সংরক্ষণের হার নির্ধারণ করা যাবে। এলসি সংক্রান্ত অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।