হাসপাতালে পেলের পাশে পরিবারের সদস্যরা, ছবি শেয়ার করলেন মেয়ে
দীর্ঘদিন ধরেই অসুস্থ ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। ঘাতক ব্যধি ক্যান্সার ক্রমে ছড়িয়ে পড়ছে ফুটবল সম্রাটের শরীরে। এছাড়াও, হৃদযন্ত্র ও কিডনির সমস্যাতেও ভুগছেন তিনি। বেশ কিছুদিন ধরেই সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি আছেন পেলে। স্বাভাবিকভাবেই ব্রাজিলিয়ান কিংবদন্তির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ফুটবল বিশ্ব।
এ অবস্থায় ভক্তদের সামনে পেলের বর্তমান অবস্থা তুলে ধরলেন মেয়ে কেলি নাসিমেন্তো। বড়দিনের প্রাক্কালে হাসপাতালের বেডে শুয়ে থাকা বাবার সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। পেলের বুকে মাথা রাখা কেলির ছবিটি ফুলবলপ্রেমীদের মন ছুঁয়ে যাবে নিশ্চিত।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিটির ক্যাপশনে কেলি লেখেন, 'আমরা এখনও এখানে রয়েছি, বিশ্বাস ও লড়াই এখনও অটুট আছে। আরও একটা রাত একসঙ্গে।'
তিনি তার ভাই, ব্রাজিলিয়ান ফুটবলার ও কোচ এদিনহোর সাথে তোলা একটি ছবিও শেয়ার করেছেন। ক্রিসমাসের ইভে হাসপাতালে এসেছিলেন তিনি। নিজের ইনস্টাগ্রাম একাউন্টে বাবার হাত ধরা ছবি শেয়ার করে এদিনহো লিখেছেন: "বাবা... আমার শক্তিই তোমার শক্তি।"
পেলের মেয়ে আগেই জানিয়েছিলেন যে, বাবার অসুস্থতার জন্য এবছর তারা বাড়িতে নয় বরং বড়দিন পালন করবেন হাসপাতালে।
চলতি সপ্তাহের শুরুতে হাসপাতাল থেকে জানানো হয়েছিল যে পেলের স্বাস্থ্যের অবনতি ঘটেছে এবং ক্যান্সারের অগ্রগতির কারণে তাকে এখন আরও বেশি যত্নে রাখার প্রয়োজন হবে। এরপর থেকে পেলের অবস্থা সম্পর্কে হাসপাতাল কোনো আপডেট পাওয়া যায়নি।
এর আগে শুভানুধ্যায়ীদের তাদের শ্রদ্ধা এবং সমর্থনের বার্তার জন্য ধন্যবাদ জানান কেলি। গত নভেম্বরে হাসপাতালে ভর্তি করার পরে কেলি জানিয়েছিলেন, সকল ডোজ টিকা দেওয়া থাকা সত্ত্বেও কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন পেলে। কেমোথেরাপি তার অবস্থা আরও নাজুক করে তুলেছিল এবং ফুসফুসের সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন তিনি।
কাতার বিশ্বকাপের সময় পেলের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। ব্রাজিল ফুটবল দলকে ম্যাচের শেষে পেলের সুস্থতা কামনা করতে দেখা গিয়েছিল। তবে হাসপাতালের বেডে শুয়েই টেলিভিশনে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখেছেন পেলে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ায় আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি লিওনেল মেসিকে অভিনন্দন জানাতেও ভোলেননি।
শুধু ব্রাজিল ফুটবল দলকেই নয়, পেলের সুস্থতা কামনা করতে দেখা যায় বহু আন্তর্জাতিক ফুটবল তারকাকে। ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের অনুরোধ জানান 'কিংয়ের' জন্য প্রার্থনা করার।
এডসন আরান্তেস দো নাসিমেন্তো নাম নিয়ে জন্মগ্রহণ করা পেলেকে ফুটবলের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ একজন খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ক্যারিয়ারে চারটি বিশ্বকাপ খেলে তিনটিতেই জিতেছেন( ১৯৫৮, ১৯৬২, ১৯৭০) পেলে। এর পাশাপাশি ১৪টি ম্যাচে ১২টি গোল করেছেন এই ফুটবলার। পেশাদার ক্যারিয়ারে মোট ১৩৬৩ ম্যাচ খেলে ১২৮১ গোল করেছেন পেলে।
সূত্র: সিএনএন