পশ্চিমের মূল্যসীমা অনুসারী দেশগুলোর কাছে তেল বেচবে না রাশিয়া
রুশ তেলের জন্য পশ্চিমাদের বেঁধে দেওয়া মূল্যসীমা যেসব দেশ এবং কোম্পানি অনুসরণ করবে, তাদের কাছে তেল বেচবে না রাশিয়া।
চলতি মাসের শুরুতে জি-৭, অস্ট্রেলিয়া এবং ইইউভুক্ত দেশগুলো রাশিয়ার জ্বালানি তেলের দাম নির্ধারণ (প্রাইস ক্যাপ) করে দিয়েছে। ৫ ডিসেম্বর থেকে এসব দেশে কার্যকর হয়েছে ওই নির্দিষ্ট মূল্য। খবর বিবিসির।
পশ্চিমা দেশগুলো ব্যারেল প্রতি রুশ তেলের দাম নির্ধারণ করেছে ৬০ মার্কিন ডলার। অন্যান্য দেশগুলোকে তারা এরচেয়ে বেশি দাম দিতে নিষেধ করেছে। এদিকে, বিশ্ববাজারে বর্তমানে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ৮০ মার্কিন ডলারে। যা যুদ্ধ শুরুর পর চলতি বছরের মার্চ এবং জুনে ছিল সর্বোচ্চ ১২০ মার্কিন ডলার।
তবে এমন পদক্ষেপের পরিপ্রেক্ষিতে রাশিয়া বলছে, যেসব দেশ পশ্চিমের নির্ধারিত মূল্যসীমা মেনে চলবে তাদের কাছে তেল এবং তেল পণ্য বিক্রি করবে না মস্কো।
রুশ প্রেসিডেন্টের জারি করা ডিক্রি অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচ মাসের জন্য কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা।
তবে ডিক্রিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার অধীনে থাকা দেশগুলোতে সরবরাহের জন্য 'বিশেষ অনুমতি' দিতে পারবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার তেলের মূল্যসীমা বেঁধে দেওয়ার ধারণাটি প্রথম সামনে এনেছিল জি-৭ভুক্ত দেশগুলো। ইউক্রেন যুদ্ধে অর্থায়ন যেন মস্কোর জন্য কঠিন হয়ে পড়ে, এ লক্ষ্যে তেল বিক্রি থেকে রাশিয়ার রাজস্ব কমাতেই এমন পদক্ষেপ নিয়েছে পশ্চিম।
তবে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমাদের কাছে রুশ তেলের চাহিদা কমে গেলেও, ভারত ও চীনসহ অন্যান্য দেশ সস্তায় রাশিয়ার কাছ থেকে তেল কেনার সুযোগ পেয়েছে। ফলে তেল থেকে রাশিয়ার আয় কমার পরিবর্তে বরং আগের তুলনায় আরও বেড়েছে।