লক্ষ্মীপুরে একদিনেই ১৭ করোনা রোগী শনাক্ত
দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা লক্ষ্মীপুরে এক দিনেই ১৭ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে খবর পাওয়া গেছে।
এ নিয়ে এ জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৯।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তদের মধ্যে রামগঞ্জে ১৩ জন, কমলনগরে ৩ জন এবং লক্ষ্মীপুর সদরে ১জন। এর আগে ১২ এপ্রিল তারিখে লক্ষ্মীপুরের রামগঞ্জে ১ এবং রামগতিতে ১জন রোগীর দেহে করোনা সনাক্ত হয়।
অন্যদিকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ফজলে রাব্বি জানান, চট্টগ্রাম বিআইটিআইডিতে ১১১ জনের নমুনা পরীক্ষার মধ্যে জনের ১৯ জনের কোভিড-১৯ পজিটিভ এসেছে। যাদের মধ্যে ১৭ জন লক্ষ্মীপুরের। এই নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগী মোট ১৯জন।