করোনায় আক্রান্ত লিওনেল মেসি
করোনাভাইরাসের দাপট থেমেও থামছে না। দ্বিতীয় শেষে তৃতীয় ঢেউয়ের প্রকোপ বাড়ছে। এবারের ঢেউ আঘাত হেনেছে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)। ফরাসি ক্লাবটির হয়ে খেলা ফুটবলের মহাতারকা লিওনেল মেসি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মেসি ছাড়াও পিএসজির আরও তিনজন ফুটবলার করোনা পজিটিভ হয়েছেন। তারা হলেন হুয়ান বেরনাত, সের্গিও রিকো ও নাথান বিতুমাজালা।
মেসিসহ চার ফুটবলারকে আইসোলেশনে রাখা হয়েছে। পিএসজির স্বাস্থ্য প্রটোকল অনুযায়ী তাদের চিকিৎসা চলছে। মেসি-বেরনাতদের শারীরিক অবস্থা কেমন, কোনো উপসর্গ আছে কিনা; এ নিয়ে পিএসজির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
করোনা আক্রান্ত হওয়ায় ফরাসি কাপের ম্যাচে মেসিকে যে পিএসজি দলে পাচ্ছে না, সেটা মনে না করিয়ে দিলেও হচ্ছে। সোমবার রাতে ফরাসি কাপের শেষ ষোলোর ম্যাচে ঘরের মাঠে ভেনেসের মুখোমুখি হবে ফরাসি জায়ান্টরা।
ইনজুরির কারণে লম্বা সময় ধরে দলের বাইরে আছেন পিএসজির অন্যতম সেরা তারকা নেইমার। এ নিয়ে বিপাকেই পড়ে আছে ক্লাবটি। এর মাঝে মেসিসহ দলের চারজন ফুটবলার করোনায় আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়লো পিএসজির কোচ মাউরিসিও পচেত্তিনোর। দলের দুই সেরা ফুটবলারকে ছাড়াই একাদশ সাজাতে হবে তাকে।