জেমস বন্ড চলচ্চিত্রের খলনায়ক হতে পারেন হোসে মরিনহো!
ফুটবল ইতিহাসেরই সেরা কোচদের তালিকা করলে তার নাম আসবে অবধারিতভাবে। সাফল্যের দিক থেকেও সেরাদের কাতারেই আছেন হোসে মরিনহো। এবার তাকে জেমস বন্ড চলচ্চিত্রের খলনায়ক হিসেবেও দেখা যেতে পারে সামনে!
মরিনহো নিজের কোচিং দক্ষতার সাথে সাথে পরিচিত গন্ডগোলের জন্যেও। রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন, এল ক্লাসিকোতে বার্সেলোনার সঙ্গে নিয়মিতই ঝামেলা বাঁধাতেন তিনি। চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবগুলোকে সামলেছেন মরিনহো। সব জায়গাতেই দিয়েছেন নিজের অন্যরকম এক সত্ত্বার পরিচয়।
বিতর্কের রাজাই বলা যায় মরিনহোকে। এল ক্লাসিকোতে বার্সেলোনার সহকারি কোচের চোখে খোঁচা দেওয়া থেকে শুরু করে তার নিজেকে নিয়ে নিজের করা গুণগান, কিংবা রেফারিদের ধুয়ে দেওয়া, কী করেননি হোসে মরিনহো!
এবার মরিনহোকে জেমস বন্ডের খলনায়ক চরিত্রের জন্য খাপে খাপ বলেছেন খোদ জেমস বন্ড চলচ্চিত্রের পরিচালক স্যাম মেন্ডেস। জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির 'স্কাইফল' চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন স্যাম মেন্ডেস। ইংলিশ পত্রিকা 'দ্য গার্ডিয়ান'র পাঠকরা তাকে প্রশ্ন করেন, জেমস বন্ড'র খলনায়ক হওয়ার সামর্থ্য আছে কার?
মেন্ডেস উত্তর দেন, হোসে মরিনহো। কারণ হিসেবে মেন্ডেস দেখান, মরিনহোর মধ্যে জেমস বন্ড'র খলনায়ক হওয়ার সব গুণাগুণই রয়েছে। মরিনহোর মুচকি হাসি, খলনায়কসূচক আচরণ, কথাবার্তার ধরণ, হাঁটাচলার কৌশল এসবকিছুই মেন্ডেসকে মুগ্ধ করেছে।
কে জানে, ফুটবল কোচিং ছাড়ার পর হয়তো জেমস বন্ড'র কোনো চলচ্চিত্রে খলনায়ক হিসেবে পর্দায় হাজির হবেন সবার প্রিয়-অপ্রিয়, হোসে মরিনহো!