নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন মাহবুব হোসেন
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মোঃ মাহবুব হোসেনকে নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (৩ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রজ্ঞাপন জারি করে।
১১ ডিসেম্বর ২০২২ তারিখে ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেয়েছিলেন কবির বিন আনোয়ার। তিনি অবসর পরবর্তী ছুটিতে (পিআরএল) যাওয়ায় নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন মাহবুব হোসেন।
এদিকে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোঃ খায়রুজ্জামান মজুমদারকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে বলে আরেকটি সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মোঃ মাহবুব হোসেন ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএসএস এবং ১৯৮৫ সালে একই বিষয়ে এমএসএস ডিগ্রি অর্জন করেন।
এছাড়া, তিনি ২০০১ সালে ইউনিভার্সিটি অফ নর্থ লন্ডন থেকে এমবিএ এবং ২০০৭ সালে মেলবোর্ন বিশ্ববিদ্যালয় থেকে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট বিষয়ে এমএ ডিগ্রি অর্জন করেন।
১৯৮৬ সালে ৮ম বিসিএসে উত্তীর্ণ হয়ে ১৯৮৯ সালে সিভিল সার্ভিসে যোগ দেন মোঃ মাহবুব হোসেন।
এরপর থেকে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগে সহকারী সচিব, সিনিয়র সহকারী, উপসচিব, যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিবের পদে দায়িত্ব পালন করেছেন।
নতুন মন্ত্রিপরিষদ সচিব জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব হওয়ার আগে ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।