৬ দেশ থেকে ২০.৪০ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি আমদানি করবে বাংলাদেশ
বিশ্বের ছয়টি দেশের সাতটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে ২০.৪০ লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি আমদানি করবে বাংলাদেশ।
২০২৩ সালের জানুয়ারি থেকে জুন; ছয় মাস সময়ের জন্য এ জ্বালানি আমদানি করা হবে।
বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এ আমদানি বিষয়ক একটি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দেওয়া প্রস্তাবনা অনুসারে, বিপিসি ১৮ হাজার ২১৫ কোটি টাকার পরিশোধিত জ্বালানি পাইকারি দরে আমদানি করবে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির অন্য সদস্যরা ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তাবিত পরিশোধিত জ্বালানি আমদানি বিষয়ক কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
সাধারণত দেশের জ্বালানি চাহিদা মেটানোর লক্ষ্যে প্রতিবছর ৬.৬৩৩ মিলিয়ন মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানি করা হয়।
এর মধ্যে ৫.২৩৩ মিলিয়ন মেট্রিক টন পরিশোধিত ও বাকি ১.৪ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি।