আমেরিকান সম্পত্তির মালিকানা অস্বীকার করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া
যুক্তরাষ্ট্রে ৪ মিলিয়ন ডলার মূল্যের রিয়েল এস্টেট সম্পত্তির মালিকানা অস্বীকার করেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ আবদুস সোবহান মিয়া ওরফে 'গোলাপ'। এসব দাবি করা মিডিয়া রিপোর্টকে 'গুজব' বলে উল্লেখ করেছেন তিনি।
আজ শনিবার (১৪ জানুয়ারি) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "নিউইয়র্কে আমার বাড়ি আছে বলে গুজব ছড়ানো হচ্ছে, যদিও আমি এ বিষয়ে এখনো কিছু জানি না। তাই বিস্তারিত জানার আগে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না।"
এর আগে, আজ প্রথম আলোতে এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি) এর বরাত দিয়ে ঐ প্রতিবেদনে বলা হয়, নিউইয়র্কের রিয়েল এস্টেটে ৪ মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক আওয়ামী লীগের এই সংসদ সদস্য।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ফিরে আসার পর ২০০৯ সাল থেকে তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ আবদুস সোবহান মিয়া গোলাপ। তিনি ২০১৮ সালে মাদারীপুর-৩ আসনের এমপি নির্বাচিত হন।
ওসিসিআরপি এর প্রতিবেদনে জানা গেছে, ২০১৪ এবং ২০১৯ সাল- এই ৫ বছরে আবদুস সোবহানের রিয়েল এস্টেট পোর্টফোলিওতে ৯টি সম্পত্তি অন্তর্ভুক্ত করা হয়, যার মোট মূল্য ৪ মিলিয়নেরও বেশি। নিউইয়র্কের জ্যাকসন হাইটস ডিস্ট্রিক্টের মতো জায়গায় এসব সম্পত্তি রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
শুক্রবার (১৩ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আবদুস সোবহান আশির দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে যান। সেখানে ড্রাগস্টোরে মতো দোকানে কাজ, রেস্টুরেন্টে পিজ্জা বানানোর কাজ থেকে শুরু করে লাইসেন্সবিহীন ট্যাক্সি চালানোর মতো কম বেতনের একাধিক কাজ করতেন তিনি।
নিউইয়র্ক আবদুস সোবহানের সম্পত্তি কেনা শুরু হয় ২০১৪ সালে। প্রতিবেদনে আরো বলা হয়, সেই সময়ে আমেরিকা থেকে কোনো প্রকার আয়ের প্রমাণ নেই তার তার সংশ্লিষ্ট ডকুমেন্ট এবং ট্যাক্স রেকর্ডে। তিনি কীভাবে তার ছোট চাকরিগুলোর আয় থেকে মিলিয়ন ডলার জমা করতে পারেন সে বিষয়টিও স্পষ্ট নয়।