ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
দুই দিনের সফরে ঢাকা পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।
শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী ফ্লাইটটি অবতরণ করে। বিমানবন্দরে তাকে স্বাগত জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অণু বিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস এক টুইট বার্তায় লিখেছে, 'সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু আপনাকে বাংলাদেশে স্বাগত জানাই। তিনি ঢাকায় অবস্থানকালে দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় করতে বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন'।
রোববার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত এবং পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে ডোনাল্ড লুর। তিনি জ্বালানি, বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, ধর্মীয় স্বাধীনতা, শ্রম অধিকার ও মানবাধিকারসহ বিভিন্ন অগ্রাধিকারের ইস্যুতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা করবেন।
এর আগে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছিলেন, ডোনাল্ড লুর সফরকে তিনি উভয় পক্ষের মধ্যকার নিয়মিত কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবেই দেখছেন।
এপ্রসঙ্গে তিনি বলেন, 'আমরা আমাদের বিষয়গুলো তুলে ধরব। তারা তাদের ইস্যু তুলবে। কিন্তু অন্যদের আমাদের গণতন্ত্র শেখানোর দরকার নেই। গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার আমাদের প্রত্যেকের হৃদয়ে প্রোথিত।'
তিনি বলেন, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেখানে বাংলাদেশের কিছু প্রত্যাশা রয়েছে এবং মার্কিন পক্ষের বাংলাদেশ থেকে কিছু প্রত্যাশা থাকতে পারে। 'আমরা খোলাখুলি আলোচনা করব।'
কিছুদিন আগেই ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের দক্ষিণ এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এইলিন লউবাখার। তার এক সপ্তাহ পরেই বাংলাদেশ সফরে আসলেন ডোনাল্ড লু।