শেষ হলো ডিসি সম্মেলন: ভেজাল বিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার বিশেষ তাগিদ
সারাদেশে ভেজাল বিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষার উপর সর্বোচ্চ গুরুত্বারোপের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে ডিসিদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন সরকারের নীতি-নির্ধারকরা।
ডিসিদের প্রস্তাবের আলোকে মাঠ প্রশাসনে নানা ধরনের উন্নয়ন কাজ চলমান রাখার বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা এসেছে সম্মেলনে। সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকতাদের বক্তব্যে এসব বিষয় উঠে এসেছে।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে তৃতীয় তথা শেষ দিনের সম্মেলনের কার্য অধিবেশন শুরু হয়। পরে সন্ধ্যায় রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাত করেন ডিসিরা। এ সময় তিনি ডিসিদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। রাতে রাষ্ট্রপতির সঙ্গে নৈশভোজে অংশ নেন ডিসিরা।
আগামী নির্বাচনের আগে এটিই সর্বশেষ ডিসি সম্মেলন। এ কারণে এ সম্মেলনকে খুবই তাৎপর্যপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।
গত মঙ্গলবার ডিসিদের ২৪৫ প্রস্তাব নিয়ে শুরু হয়েছিল এবারের সম্মেলন। উদ্বোধনী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিয়েছিলেন। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে অপ্রয়োজনীয় প্রকল্প হাতে না নিতে ডিসিদের নির্দেশ দেন তিনি। এছাড়া কৃচ্ছতা সাধনের উপর জোর দেন প্রধানমন্ত্রী। এবার ডিসিদের সঙ্গে রাষ্ট্রপতি, স্পিকার, প্রধান বিচারপতি ও সেনাবাহিনী প্রধানের সাক্ষাত হয়েছে।
ডিসিদের বেসরকারি হাসপাতাল ভিজিটের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
রোগীকে অপ্রয়োজনীয় টেস্ট না দেওয়া এবং অকারণে প্রসূতিকে সিজারিয়ান অপারেশন যেন না করা হয় তা দেখতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এজন্য তিনি ডিসিদের বেসরকারি হাসপাতাল ভিজিট করতে বলেছেন।
জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, 'আমরা জেলা প্রশাসকদের বলেছি জেলায় স্বাস্থ্যসেবা নিয়ে যেসব মিটিং হয় সেগুলো তদারকি করতে। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল মাঝেমধ্যে ভিজিট করতে। যাতে সেখানে রোগীকে বেশি টেস্ট দেওয়া না হয়, একই সঙ্গে অকারণে সিজার করা না হয়।'
উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান এখনও উন্নত হয়নি বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, 'তবে আমাদের জেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা মোটামুটি ঠিক আছে। প্রত্যেক উপজেলায় সরকারি হাসপাতালে এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম মেশিন রয়েছে। কোথাও কোথাও টেকনিশিয়ান না থাকায় সেগুলোতে একটু সমস্যা হচ্ছে। আবার কোথাও মেশিনে ত্রুটি থাকতে পারে। কিন্তু উপজেলা পর্যায়ে এক্স-রে মেশিন নেই এটি সঠিক নয়।'
অনিবন্ধিত অনলাইন-আইপিটিভি গুজব ছড়ালে ত্বরিত জানানোর নির্দেশ
জেলা পর্যায়ে অনিবন্ধিত অনলাইন, আইপিটিভি, ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজব ছড়ানো হলে তা ত্বরিত তথ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের (ডিসি)। সেই সঙ্গে গুজবটি যে গুজব, তা তুলে ধরার জন্য সত্য তথ্য প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের তৃতীয় অধিবেশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসিদের দেওয়া হয় এ নির্দেশ।
ডিসিদের সঙ্গে আলোচনা শেষে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে জানতে চাইলে তিনি বলেন, 'জেলা পর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল এবং আইপিটিভি আছে। যেগুলোর কোনো নিবন্ধন নেই। ইউটিউব চ্যানেল আছে। যারা সেগুলোতে কাজ করে, তারা নিজেদের আবার সাংবাদিক বলে পরিচয় দেয়। সেগুলোর মাধ্যমে অনেক সময় গুজব ছড়ানো হয়। অনেক সময় ভুল তথ্য পরিবেশন করা হয় এবং বিভ্রান্তি ছড়ানো হয়। এটি একটি বড় চ্যালেঞ্জ। জেলা প্রশাসকের সঙ্গে আলোচনার সময় এ কথাটি উঠে এসেছে।'
হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি
হজযাত্রীদের ডলার সংকট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার জন হজ পালন করবেন। ডলারের সংকট রয়েছে। এত মানুষের হজ পালনের জন্য দেশে পর্যাপ্ত সংখ্যা ডলার রয়েছে কিনা- জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, 'সংকট তৈরি হওয়ার মতো পরিস্থিতি অন্তত বাংলাদেশে এখনো হয়নি। বাংলাদেশ এখন পর্যন্ত স্থিতিশীল অবস্থার মধ্যে আছে।'
তিনি বলেন, 'হজযাত্রীদের বিষয়ে প্রধানমন্ত্রী সজাগ, সচেতন এবং হজ যাত্রীরা আল্লাহর মেহমান হিসেবে যাবেন; তাদের যেন কোনো সংকটে না পড়তে হয় সেজন্য আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।'
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্দেশনা
বৃহস্পতিবার সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, 'আমরা বলেছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের ভূমিকাই মুখ্য হবে। সেজন্য আপনারা তৈরি থাকুন, যাতে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।
সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসন প্রসঙ্গে সেনাপ্রধান
সেনাবাহিনী বেসামরিক প্রশাসনের সঙ্গে আন্তরিকভাবে কাজ করে সরকারের দেওয়া যেকোনো দায়িত্ব সুন্দরভাবে সম্পন্ন করতে চায় বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় ও শেষ দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্রবাহিনী বিভাগের সঙ্গে এই কার্য-অধিবেশন হয়।
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে ডিসিদের সজাগ থাকার নির্দেশ
অবৈধ বালু উত্তোলনের বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
জাহিদ ফারুক বলেন, 'অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের নদীর বাঁধগুলো টেকসই হয় না। যে কারণে এ বিষয়ে ডিসিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছি।'
তিনি বলেন, 'নদীমাতৃক দেশ হলেও আমাদের পানি নিয়ে অনেক সমস্যা আছে। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে নদীর তীর ভাঙন, বন্যার প্রবণতা বেড়েছে। গত বছর আমরা দেখেছি গ্রামাঞ্চলে আগাম বন্যা হয়েছে। তারপরেও আমরা ফসলের ক্ষতি হতে দিইনি। ব্যবস্থা নিয়েছি।'
প্রতিমন্ত্রী বলেন, 'জেলা প্রশাসকদের আমরা নির্দেশনা দিয়েছি, অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। কারণ আমরা নদীতে বাঁধ নির্মাণ করি। কিন্তু অবৈধ বালু উত্তোলনের কারণে বাঁধগুলো টেকসই হয় না, ধসে যায়। এদিকে দৃষ্টি রাখতে তাদের প্রতি অনুরোধ জানিয়েছি। সাংবাদিকদের প্রতি অনুরোধ, আপনারাও বিষয়টির মানুষের কাছে তুলে ধরবেন। যাতে সবার মধ্যে সচেতনতা বাড়ে।'
প্রবাসে অবস্থান করেও জমির পর্চা
প্রবাসে অবস্থান করেও দেশে মালিকানাধীন জমির পর্চা নেওয়া যাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বৃহস্পতিবার জেলা প্রশাসক সম্মেলনের ভূমি সংক্রান্ত কর্ম অধিবেশন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আগামী পহেলা বৈশাখ বা ১৪ এপ্রিল থেকে ভূমি কর অনলাইনে ছাড়া জমা দেওয়া বন্ধ হয়ে যাবে বলেও জানান মন্ত্রী।
এর আগে গত বুধবার দ্বিতীয় দিনের সম্মেলনে রমজানে দ্রব্যমূল্য ইস্যুতে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের শক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।