ব্রাহ্মণবাড়িয়ায় ত্রাণের দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রাণ সহায়তা চেয়ে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সরাইল উপজেলা শ্রমিক লীগের সভাপতি ইউনূছ মিয়া ওরফে ইনুর নেতৃত্বে 'আর কত থাকব উপবাস, খাবার দে'- লেখাযুক্ত ব্যানার নিয়ে স্থানীয় সৈয়দটুলা গ্রামের লোকজন বিক্ষোভ মিছিল বের করেন।
মিছিলটি নিয়ে তারা উপজেলা পরিষদের সামনে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে ত্রাণ সহায়তার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীদের দাবি, সৈয়দটুলা গ্রামের ৬নং ওয়ার্ডে সরকারি কোনো ত্রাণ সহায়তা আসেনি। ফলে তাদের অনেকের বাড়িতে চুলা জ্বলছে না। খেয়ে না-খেয়ে দিন কাটছে তাদের।
শ্রমিক লীগ নেতা ইউনূছ মিয়া বলেন, 'আমাদের সবার কাজকর্ম বন্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো অনেক কিছু পাঠিয়েছেন, আমাদের এলাকায় কিছুই আসেনি। সেজন্য আমরা বিক্ষোভ করেছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের ত্রাণ দেওয়ার ব্যাপারে আশ্বস্ত করার পর আমরা চলে এসেছি।'
অবশ্য সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মুসা বলেন, ত্রাণের জন্য বিক্ষোভ করা হয়নি। তাদেরকে বলা হয়েছে সরকার মাথাপিছু তিন হাজার করে টাকা ও এক বস্তা চাল বরাদ্দ দিয়েছে, এগুলো তারা পাচ্ছে না। ইনু এই গুজব ছড়িয়ে তাদের নিয়ে এসেছে।