অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রেনাটার মুনাফা কমেছে ৩৬%
২০২৩ অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক রেনাটা লিমিটেডের মুনাফা কমেছে ৩৬ শতাংশ। চলমান ডলার সংকটের কারণে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় এই প্রান্তিকে কোম্পানির মুনাফা কমেছে।
অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রেনাটার শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭.৬৬ টাকা, যা এক বছর আগে ছিল ১১.৮৯ টাকা।
২০২৩ অর্থবছরের প্রথম ত্রৈমাসিক শেষে কোম্পানির ইপিএস দাঁড়ায় ১৮.৫২ টাকায়, যা আগের বছরের তুলনায় ২৩ শতাংশ কম।
এছাড়া, কোম্পানিটি নিট অপারেটিং ক্যাশ সংকটের মধ্যেও পড়েছিল; শেয়ার প্রতি নেতিবাচক নিট অপারেটিং ক্যাশ প্রবাহ ছিল আড়াই টাকা ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে গত বছরের নভেম্বর থেকে কোম্পানির শেয়ারপ্রতি ফ্লোর প্রাইস ১ হাজার ২১৭.৯০ টাকায় আটকে আছে।