শাহজালাল বিমানবন্দরে আগামী দুই মাস রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা
রানওয়ের লাইটিং সিস্টেম সংস্কারের কারণে আগামী দুই মাস প্রতিদিন রাতে ৫ ঘণ্টা বন্ধ থাকবে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
এই সময়ের মধ্যে প্রতিদিন রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত ফ্লাইট টেক অফ এবং ল্যান্ডিং বন্ধ থাকবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মুহাম্মদ কামরুল ইসলাম বলেন, "এই উইন্ডোতে আমাদের ৭ থেকে ৮টি ফ্লাইট ছিল, যেগুলো প্রায়ই শীতল আবহাওয়ার কারণে অন্য সময়ে স্থানান্তর করা হতো। এতে ফ্লাইট পরিচালনা ব্যাহত হয়। সংস্কার চলাকালীন এই সময়ে থাকা ফ্লাইটগুলোকে দিনের অন্য সময়ে স্থানান্তরিত করা হয়েছে।"
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি) ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজারের ইন্সট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) আপগ্রেড করার উদ্যোগ নিয়েছে, যাতে ঘন কুয়াশার মধ্যেও ফ্লাইটগুলো অবতরণ করতে পারে।