অনলাইনে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’
২৪ এপ্রিল থেকে কলকাতাভিত্তিক ভিডিও স্ট্রিমিং সাইট 'হৈ চৈ'-এ দেখা যাবে বাংলাদেশের ছবি 'কাঠবিড়ালী'। নিয়ামূল মুক্তার পরিচালনায় ছবিটি মুক্তি পেয়েছিল এই বছরের শুরুতে। বেশ সাড়াও ফেলেছিল। বেশি আলোচিত হয়েছিল ছবিটির প্রিমিয়ারের কারণে। পাবনার গজারমারা গ্রামের খোলা মাঠে হয়েছিল ওই প্রিমিয়িার। ওখানেই হয়েছিল পুরো সিনেমাটির শুটিং।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। স্ট্রিমিং প্লাটফর্মে 'কাঠবিড়ালী'র মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, 'এটা আমাদের সবার হার্ডওয়ার্কের ফসল। আমরা এই ছবিটি করতে গিয়ে সবাই খুব পরিশ্রম করেছি। পরিচালক তার নিজের গ্রামের বাড়িতে শুটিং করেছেন।ধাপে ধাপে দুই বছর জুড়ে শুটিং হয়েছে।'
অর্চিতা স্পর্শিয়া বলেন, ছবিটি সিনেমা-হলে রিলিজের পর বেশ ভালো সাড়া পেয়েছি। অনেকে প্রশংসা করেছেন। তাই দিনশেষে মনে হয়েছে আমাদের শ্রমটা সার্থক। আমি মনে করি, এই ছবির অভিনয়শিল্পীদের পাশাপাশি প্রতিটি কলাকুশলী এই সাফল্যর এবং এই প্রশংসার দাবিদার।
এর আগে এবারের ভালোবাসা দিবসে 'হৈ চৈ'-এ স্পর্শিয়া অভিনীত শর্টফিল্ম 'ডোনার' মুক্তি পায়। সেটির নির্মাতা নূরুল আলম আতিক।
এখন পর্যন্ত স্পর্শিয়া অভিনীত তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে- 'আবার বসন্ত', 'কাঠবিড়ালী' ও 'ইতি তোমারই ঢাকা'। তিনটি চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন গল্পের ভিন্ন চরিত্রে অভিনয় করে চলচ্চিত্রে নিজের আগমনীবার্তা জোরালভাবেই জানিয়েছেন এই অভিনেত্রী।
তিন-চার বছর ধরে টিভি নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়ে অর্চিতা পুরোপুরি ব্যস্ত হয়েছেন চলচ্চিত্রে। অনেকেই দুই মাধ্যমে একসঙ্গে কাজ করলেও তিনি তা করেননি। স্পর্শিয়া বলেন, 'দুই মাধ্যমে কাজ করে নিজেকে জগাখিচুড়ি বানাতে চাই না। এই কারণে এক মাধ্যমে স্থায়ী হওয়ার চেষ্টা করছি।'
গত বছর দুটি এবং এ বছর একটি ছবি মুক্তির পর তার অভিনীত আরও দুটি ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। একটি নূরুল আলম আতিক পরিচালিত 'মানুষের বাগান' এবং অন্যটি অনন্যা মামুনের পরিচালনায় 'বন্ধন'।
নূরুল আলম আতিকের সঙ্গে কাজ করে দারুণ উচ্ছ্বসিত স্পর্শিয়া। তিনি বলেন, 'আমি যখন বিনোদন অঙ্গনে কাজ শুরু করেছিলাম, তারও আগে নূরুল আলম আতিক ভাইয়ের কাজ সম্পর্কে শুনেছি। আমার সৌভ্যাগ্যই বলতে হয়, তার মতো একজন মেধাবী নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করতে পেরেছি। এ ছবিতে ভিন্ন এক স্পর্শিয়াকে সবাই খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।'
দেশে করোনাভাইরাস না এলে 'নবাব এলএলবি' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে দেখা যেত স্পর্শিয়াকে। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল আগামী ঈদুল ফিতরে। কিন্তু করোনাভাইরাস সবকিছু ওলট-পালট করে দিয়েছে। আবার কবে শুরু হবে ছবিটির কাজ, সেটা বলা কঠিন। তবে লকডাউন উঠে গেলে, সবকিছু স্বাভাবিক হয়ে গেলে আবারও লাইট-ক্যামেরার সামনে হাজির হবেন বলে আশা করছেন অর্চিতা স্পর্শিয়া।
তবে এ নিয়ে দুশ্চিন্তা যে তার একেবারে হচ্ছে না, তা নয়। বললেন, আমার আসলে লকডাউনের চেয়ে পরবর্তী সময়টা নিয়ে বেশি চিন্তা হচ্ছে। কারণ পুরো পৃথিবীতে একটা যুদ্ধ পরবর্তী অবস্থা বিরাজ করবে। অভাবের পাশাপাশি অপরাধ বাড়ারও আশঙ্কা রয়েছে। মানুষের ওপর চাপ বাড়বে। এই সময় বিনোদন ইন্ডাস্ট্রির কী হবে- আমরা কেউই বলতে পারছি না। শুটিং হবে কি হবে না- আমরা জানি না। এসব চিন্তা করলে খারাপ লাগে।'
তিনি আরও বলেন, 'তবে একটা বিষয়ে আশাবাদী হয়ে যাই, কারণ সবাই মিলে চাইলে এবং চেষ্টা করলে অনেককিছুই সম্ভব। তাই আমি মনে করি, সবাইকে একযোগে কাজ করতে হবে।'