শাহরুখকে 'ভারতের টম ক্রুজ' বলায় মার্কিন সাংবাদিকের ওপর ক্ষেপলেন ভক্তরা!
বিশ্বব্যাপী বক্স অফিসে 'পাঠান'-এর সাফল্যে গণমাধ্যমে চলছে শাহরুখ-বন্দনা। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার অন্যতম একটি বিষয় হয়ে উঠেছে বলিউডের এই অ্যাকশন ছবিটি। বক্স অফিসে একের পর এক রেকর্ড ভেঙে দেওয়ার পর বিদেশি চলচ্চিত্র সমালোচকরাও 'পাঠান' নিয়ে কৌতূহলী হয়েছেন। কিন্তু গোল বাধলো হলিউডের নিক্তিতে 'বাদশা'র তুলনায়।
আমেরিকার এক সাংবাদিক তথা সমালোচক স্কট মেন্ডেলসন তার প্রতিবেদনে শাহরুখ খানকে 'ভারতের টম ক্রুজ' বলে আখ্যা দেওয়ায় ক্ষেপে গিয়েছেন শাহরুখ-ভক্তরা। প্রতিবেদনের ওই অংশ সংশোধন করতেও বলেছেন তারা স্কটকে।
সাংবাদিক মেন্ডেলসন লিখেছিলেন, 'ভারতের টম ক্রুজ' শাহরুখ খান সম্ভবত তার ব্লকবাস্টার 'পাঠান' দিয়ে বলিউডকে বাঁচিয়ে দিলেন।' এ ধরনের শিরোনামে সেই প্রতিবেদন শেয়ার করতেই উষ্মা প্রকাশ করেন শাহরুখ-ভক্তরা। তাদের দাবি, এভাবে তুলনা করে শাহরুখকে ছোট করার চেষ্টা ঠিক নয়। জনৈক ভক্ত মন্তব্য করেছেন, ''শাহরুখ শাহরুখই। তিনি 'ভারতের টম ক্রুজ' নন, বরং এদেশের গর্ব। সিনেমার বাইরেও তিনি একজন মানুষ।''
আরেকজন লিখেছেন, "শাহরুখ সেরাদের মধ্যে সবচেয়ে সেরা। চিরকালীন! যদিও আমি টমকে পছন্দ করি, আমি কিছু মনে করব না আপনি যদি তাকে 'আমেরিকার শাহরুখ খান' বলে সম্বোধন করেন।"
তবে আরও অনেকেই দুই নায়কের মধ্যে তুলনা করার বিরোধিতা করেছেন। 'টপ গান: ম্যাভেরিক' অভিনেতা টম ক্রুজকে নিয়ে কারো সমস্যা নেই, তবে শিরোনামে শাহরুখের নামের আগে এহেন তকমা অসম্মান হিসাবেই নিয়েছেন ভারতীয়রা।
এক ভক্ত তো সাংবাদিককে উদ্দেশ্য করে বলে বসেছেন, ''হলফ করে বলতে পারি জীবনে বলিউড সিনেমা দেখেননি তাই একথা লিখছেন। যদি দেখতেন জানতেন, শাহরুখ খান টম ক্রুজের চেয়ে অনেক বড় কিছু। হলিউডের সঙ্গে তুলনাই চলে না।"
'পাঠান'কে ঘিরে উন্মাদনা যখন নজিরবিহীন, ঠিক সেই মুহূর্তে শাহরুখ খানের অবমাননা মেনে নেওয়া মুশকিল। সাদা চামড়া মানেই প্রভুত্ব? আমেরিকার সাংবাদিককে 'বর্ণবিদ্বেষী' বলেও ক্ষোভ উগরে দিয়েছেন কেউ কেউ!