লকডাউনেও চট্টগ্রামে যানজট!
ঘড়িতে সকাল সাড়ে ১১টা। নগরীর ব্যস্ততম স্টেশন রোডের রাস্তার দুই দীর্ঘ গাড়ীর সারি। স্বাভাবিক সময়ে গণপরিবহন থাকলেও এখন শুধু রিকশা ও প্রাইভেট যানবাহন। নগরীর এ ব্যস্ততম স্টেশন রোডে গেলে মনে হবে না দেশের লকডাউন কিংবা সাধারণ ছুটি চলছে। স্বাভাবিক সময়ের মতো এখানে দেখা গেছে দীর্ঘ যানজট। যার ফলে বেড়েছে করোনা সংক্রমণের ঝুঁকিও।
সরেজমিন গিয়ে দেখা যায়, নগরীর দেওয়ান হাট মোড়, নিউমার্কেট মোড়, কদমতলী, আগ্রাবাদ বারেক বিল্ডিং, ও মাঝির ঘাট এলাকায় যানজট। সকালে স্টেশন রোডে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে, রিকশা, প্রাইভেট কার এবং বিভিন্ন পণ্যবাহী গাড়ীর দীর্ঘ যানজট। রিয়াজ উদ্দিন বাজার ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন পাইকারী সবজি ও ভোগ্যপণ্য পাওয়া যায় বলে এ ধরণের যানজট হচ্ছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (ট্রাফিক উত্তর) মো. শহীদুল্লাহ বলেন, লকডাউনে সময় বেঁধে দেওয়ার কারণে সবাই একসাথে বাজারমুখী হচ্ছে। তাছাড়া রিয়াজ উদ্দিন বাজার হচ্ছে পাইকারী মার্কেট। বিভিন্ন ভোগ্যপণ্য পরিবাহী গাড়ীও আসে এখানে। ফলে মাঝে মধ্যে যানজট দেখা দিচ্ছে। আমারা ট্রাফিক বিভাগ থেকে চেষ্টা করছি যাতে যানজট না থাকে।
ট্রাফিক কোতোয়ালী জোনের পরির্দশক পুলক চাকমা বলেন, স্টেশন রোডে আজকে সকালে ৯টি মামলা হয়েছে। এছাড়া কয়েকটি গাড়ীও জব্দ করা হয়েছে।