দুই সপ্তাহের মধ্যে ফ্লাইওভার থেকে পোস্টার ও দেয়াল লিখন অপসারণের নির্দেশ হাইকোর্টের
রাজধানীর সব ফ্লাইওভার থেকে দেয়াল লিখন ও পোস্টার দুই সপ্তাহের মধ্যে অপসারণ করতে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ফ্লাইওভারে পোস্টারিং ও দেয়াল লিখন বন্ধে তদারকি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত।
জনস্বার্থে দায়ের করা এক রিটের ওপর প্রাথমিক শুনানির পর সোমবার (৬ ফেব্রুয়ারি) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোর্শেদ।
এর আগে গত বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মানবাধিকার সংগঠন- হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট মনজিল মোর্শেদ এ রিট দায়ের করেন।
রাজধানীর সব ফ্লাইওভার থেকে দেয়াল লিখন ও পোস্টার অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট দায়ের করা হয়। রিটে এজন্য তদারকি কমিটি গঠনেরও নির্দেশনা চাওয়া হয়। পাশাপাশি দেয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১২ বাস্তবায়নের নির্দেশনা চাওয়া হয়।