পরিবারের সাথে থাকার জন্য 'হ্যারি পটার' পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম: স্পিলবার্গ
হলিউডের সর্বকালের সেরা চলচ্চিত্র নির্মাতাদের তালিকায় যার নাম অবশ্যই থাকবে, তিনি স্টিভেন স্পিলবার্গ। এই মুহূর্তে খ্যাতনামা এই চলচ্চিত্র নির্মাতা আসন্ন অস্কারে 'সেরা পরিচালক' এর খেতাব জয়ের দৌড়ে এগিয়ে আছেন; আর এর জন্য তার নির্মিত আত্মজীবনীমূলক চলচ্চিত্র 'দ্য ফ্যাবেলম্যানস'কে ধন্যবাদ দিতেই হয়। সেরা চলচ্চিত্র হিসেবে এরই মধ্যে গোল্ডেন গ্লোবস পুরস্কার জিতে নিয়েছে এই ছবি।
তবে সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা এস এস রাজামৌলিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্পিলবার্গ তার ক্যারিয়ারের একটা পর্যায়ে গিয়ে শিল্প ও পরিবারের মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়েছিল তাকে এবং সে সময়ই তিনি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেন। আর তা হলো জে কে রাউলিং এর বই অবলম্বনে নির্মিত 'হ্যারি পটার' চলচ্চিত্র পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দেওয়া!
'শিন্ডলার'স লিস্ট' নির্মাতা জানান, লস অ্যাঞ্জেলেসে থেকে নিজের সন্তানদের বড় করা কিংবা লন্ডনে গিয়ে ওয়ার্নার ব্রোস স্টুডিওর সঙ্গে 'হ্যারি পটার' সিনেমা পরিচালনা করার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হয়েছিল তাকে। স্পিলবার্গ 'হ্যারি পটার' পরিচালনা করলে এটি হয়তো তার ক্যারিয়ারের একটি মাইলফলক হয়ে থাকতো, কিন্তু তিনি নিজের পরিবারকেই অগ্রাধিকার দিয়েছিলেন।
এস এস রাজামৌলিকে দেওয়া সাক্ষাৎকারে স্পিলবার্গ জানিয়েছেন, 'হ্যারি পটার' পরিচালনার প্রস্তাব ফিরিয়ে দেওয়ার তার কোনো আফসোস নেই; বরং সেসময় পরিবারের সাথে থাকতে পেরেছিলেন বলেই তিনি খুশি।
স্পিলবার্গ বলেন, "শিল্প ও পরিবারের মধ্যকার যে সংঘাত, এটা আপনাকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। আমি নিজেকে চলচ্চিত্র নির্মাতা ও পরিচালক হিসেবে প্রতিষ্ঠার পরে আমিও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। কেট এবং আমি মিলে আমাদের একটা পরিবার ছিল এবং আমাদের সন্তানও ছিল। আমার কাছে এমন একটা প্রস্তাব এসেছিল (হ্যারি পটার পরিচালনার) যেখানে আমাকে ৪-৫ মাসের জন্য পরিবারের থেকে দূরে, অন্য একটা দেশে গিয়ে কাজ করতে হতো; আমি আমার পরিবারকে নিয়মিত দেখতেও পারতাম না।"
তিনি আরও যোগ করেন, "কিছু কিছু সিনেমা ছিল যেগুলো আমি না বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। প্রথম 'হ্যারি পটার' সিনেমাটা পরিচালনার প্রস্তাব আমি ছেড়ে দিয়েছিলাম মূলত পরবর্তী দেড় বছর আমার পরিবারের সাথে সময় কাটানোর জন্য। আমি একটা অসাধারণ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করার সুযোগ ছেড়ে দিয়েছিলাম; কিন্তু আজ পেছনে ফিরে তাকিয়ে বলতে পারি- আমি খুশি যে পরিবারের সাথে থাকার জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছিলাম।
স্পিলবার্গ ফিরিয়ে দেওয়ার পর শেষ পর্যন্ত ক্রিস কলম্বাস 'হ্যারি পটার অ্যান্ড দ্য সরসেরার্স স্টোন' পরিচালনা করেন এবং এর মাধ্যমে আটটি সিনেমার এই ফ্র্যাঞ্চাইজির আরম্ভ হয়। সিনেমাটির শ্যুটিং হয়েছিল লন্ডনে, সে কারণেই স্পিলবার্গ যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে চাননি।
কিন্তু এরপরে যে স্পিলবার্গের সিনেমা পরিচালনার হাত থেমে রয়েছিল তা মোটেই নয়। 'হ্যারি পটার' এর শ্যুটিং যখন চলছিল, ঐ একই সময়ে স্পিলবার্গ 'এ.আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স' নামক একটি সাইফাই সিনেমা পরিচালনা করেন। কিন্তু পার্থক্য হলো, এটির শ্যুটিং লস অ্যাঞ্জেলেসেই হয়েছিল, ফলে পরিচালক তার পরিবারের কাছাকাছিই থাকতে পেরেছিলেন।
এদিকে 'দ্য ফ্যাবেলম্যানস' চলচ্চিত্রের জন্য স্পিলবার্গ শুধু যে সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন তা নয়; ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ছবির জন্য চিত্রনাট্য লেখক হিসেবেও মনোনয়ন পেয়েছেন তিনি। 'বেস্ট পিকচার'সহ অস্কারের মোট সাতটি বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।
সূত্র: ভ্যারাইটি