শৈশবে ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতাম: কঙ্গনা রানাওয়াত
বলিউড তারকা কঙ্গনা রানাওয়াত নিজের অভিনয় গুণে বহু ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। অভিনেত্রী হিসেবে বিভিন্ন সময়ে সিনেমা ইন্ডাস্ট্রিতে নিজের সংগ্রামের কথাও জানিয়েছেন কঙ্গনা। এবার নিজের শৈশব নিয়ে স্মৃতিচারণ করলেন বলিউডের কুইন খ্যাত এ অভিনেত্রী। সম্প্রতি এক টুইটে কঙ্গনা জানান, শৈশবে ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
গতকাল (রবিবার) টুইটারে কঙ্গনার একটি ফ্যানপেজ থেকে অভিনেত্রীর শৈশবের একটি একটি ছবি পোস্ট করা হয়। স্কুল ড্রেসে তোলা এই ছবিটি মুহূর্তেই মাইক্রো-ব্লগিং সাইটটিতে ভাইরাল হয়ে যায়। এক পর্যায়ে কঙ্গনা নিজেও ফ্যানপেজে পোস্টকৃত ঐ ছবিটি শেয়ার করেন।
ছবিটি শেয়ার করে শৈশবের স্মৃতি স্মরণ করে ক্যাপশনে কঙ্গনা বলেন, "আমি ক্লাস ফাঁকি দিয়ে ফটোশ্যুট করতে যেতাম। গ্রামের পাশেই শর্মা আংকেলের একটি স্টুডিও ছিল। আংকেল আমাকে সবসময় ছবি তুলতে অনুপ্রেরণা দিতেন। তিনি নিজের স্টুডিওর দেয়ালে বড় বড় করে আমার ছবিগুলো টানিয়ে রাখতেন। স্টুডিওর কাছ দিয়ে যখন কেউ যেতেন, তখন তারা এ ছবিগুলো নিয়ে আলাপ করতেন।"
স্কুলড্রেসে তোলা ছবিটি নিয়ে আলোচনার দিনই ভিন্ন আরেকটি টুইটে কঙ্গনা শৈশব ও বর্তমানের আরও চারটি ছবি পোস্ট করেন। টুইটের ক্যাপশনে এ অভিনেত্রী বলেন, "সবগুলো ছবিই শর্মা আংকেল তুলে দিয়েছেন। তিনি আমাকে নিয়ে খুবই গর্বিত।"
ছবিগুলোর মধ্যে একটি সম্প্রতি অভিনেত্রীর ভাইয়ের বিয়েতে তোলা। সাদা শাড়িতে ভারতীয় নারীর বেশে থাকা এ ছবিটিও তুলেছেন কঙ্গনার শৈশবের প্রিয় ফটোগ্রাফার সেই শর্মা আংকেল।
২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কঙ্গনার সর্বশেষ সিনেমা 'ধাকাড়' বক্স অফিসে আলোড়ন সৃষ্টি করতে পারেনি। তবে বর্তমানে কঙ্গনার নিজের প্রযোজিত ও পরিচালিত সিনেমা 'ইমারজেন্সি' নিয়ে মুক্তির আগেই বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে।
'ইমারজেন্সি' সিনেমায় কঙ্গনাকে দেখা যাবে ভারতের সাবেক আলোচিত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে। ১৯৭৫ সালের ২৫ জুন থেকে ১৯৭৭ সালের ২১ মার্চ পর্যন্ত, টানা ২১ মাস ভারতে জারি হয়েছিল জরুরি অবস্থা। সেই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কঙ্গনার সিনেমাটিতে রাজনৈতিক সেই জটিল সময়টিই তুলে ধরা হয়েছে।