প্রথমবারের মতো চবিতে আয়োজিত গবেষণা প্রদর্শনী উৎসব
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হয়েছে গবেষণা প্রদর্শনী উৎসব। চবি ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা কার্যক্রমকে সবার সামনে উপস্থাপনের লক্ষ্যে বিশিষ্ট বিজ্ঞানী ও গণিতবিদ ড. জামাল নজরুল ইসলামের ৮৪তম জন্মতিথি উদযাপন উপলক্ষে আয়োজিত হয়েছে এই গবেষণা, উদ্ভাবন ও প্রকাশনা মেলা।
গত সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান ও গবেষণা কেন্দ্র এবং চিটাগং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটির যৌথ উদ্যোগে এই মেলা আয়োজন করা হয়।
এতে অংশ নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৪০টি বিভাগ, ৩৫টি ল্যাবরেটরি এবং চট্টগ্রামের আরও ২০টি প্রতিষ্ঠান।
এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও চট্টগ্রামের অনেক গবেষণা প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় ১০০টি স্টল ছিল। প্রত্যেকেই নিজ নিজ গবেষণাকর্ম এতে উপস্থাপন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও এই মেলায় চট্টগ্রাম মেডিকেল কলেজ, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিসিএসআইআর, এটমিক এনার্জি কমিশন, বাংলাদেশ ওশানোগ্রাফি রিসার্চ ইন্সটিটিউট, বন গবেষণা ইন্সটিটিউট, চিটাগাং রিসার্চ ইন্সটিটিউট ফর চিল্ড্রেন সার্জারি, গাসটো রিসার্চ গ্রুপের স্টল উল্লেখযোগ্য। বিশেষ আকর্ষণ হিসেবে ছিল শিশু-কিশোরদের রোবট ও অন্যান্য উদ্ভাবন নিয়ে রোবটিক্স এ বিশ্ব চ্যাম্পিয়ন 'টিম দ্য টেক একাডেমী'র ভার্চুয়াল রিয়েলিটি শো ও উদ্ভাবনা পরিবেশনা।
এদিন উৎসবে উপস্থিত থেকে আয়োজনের উদ্বোধন করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, ড. জামাল নজরুল ইসলামের কন্যা সাদাফ ইসলাম এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাসিম হাসান। মূল বক্তা হিসেবে ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক, গবেষক ও বিজ্ঞানী ড. মোহাম্মদ কায়কোবাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, 'আমরা স্বপ্ন দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দীর্ঘায়িত হবে। আমাদের গবেষকগণ যে গবেষণা করছে এসব ভালো জার্নালে প্রকাশিত হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল স্যারের মতো মানুষ আলো ছড়িয়ে গেছে, তাহলে আমরা কেন পারবো না। আসুন আমরা চট্টগ্রামকে আলোকিত করি, এই দেশকে আলোকিত করি। জামাল নজরুল স্যার যে স্বপ্ন দেখিয়েছেন, তারই হাত ধরে আমরা স্বপ্নের পথে যেতে পারবো।'