রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা, মূল ফটকে আগুন
শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে তারা এ আন্দোলন শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসনের নির্লিপ্ততার কারণে তারা স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়েছেন। তারা এর বিচার চান।
বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীদের একাংশ। আর একাংশ ক্যাম্পাসের ভেতরে স্লোগান দিচ্ছে।
আন্দোলনের ঘটনায় আহত হয়েছেন চ্যানেল২৪-এর অফিস সহকারী জুয়েল। ক্যামেরা চালানোর সময় আন্দোলনকারীদের হামলায় তার ডান হাত ভেঙে যায় এবং তিনি মাথায় আঘাত পান।
এদিকে, শিক্ষার্থীদের অভিযোগ, বহিরাগতরা প্রায়শই শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করে। তারা ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করছে।
এছাড়া, প্রশাসন ও পুলিশের নির্লিপ্ততার কারণে স্থানীয়দের কাছে মার খেয়েছেন বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ খান বলেন বলছেন, "গতকালের ঘটনায় পুলিশের ভূমিকা অনেকটা নিষ্ক্রিয় ছিল। তাদের নিষ্ক্রিয়তার সুযোগে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে।"
কর্মসূচি থেকে বেশ কয়েক দফা দাবিও জানিয়েছেন শিক্ষার্থীরা।
তাদের দাবিগুলো হলো- শিক্ষার্থীদের ওপর হামলাকারী স্থানীয় ও পুলিশ সদস্যদের বিচার, বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ বন্ধ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক করা, আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করা, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নীতি নির্ধারণে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
এর আগে, শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।
বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. আরমান জানান, স্থানীয়দের হামলায় ১০০ জন আহত হয়েছেন। তবে পুলিশদের ছোঁড়া রাবার বুলেট ও টিয়ারশেলে আহত হন আরও শতাধিক শিক্ষার্থী।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। সকাল সাড়ে ১০টার দিকে অর্ধশতাধিক শিক্ষার্থী মিলে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করেন।
দাবি মানা না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ছাত্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি করেন।