নিজের অধিনায়কত্ব থেকে দলের পরিবর্তনের শুরু দেখছেন সাকিব
গত বছরের নভেম্বরেই টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রেষ্ঠত্বের মুকুট জেতে ইংল্যান্ড। এরও তিন বছর আগে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে ইংলিশরা। এ ছাড়া গত কয়েক বছর ধরে আক্রমণাত্মক ক্রিকেটে খেলে সংক্ষিপ্ত ফরম্যাটে রাজত্ব করায় অনন্য হয়ে উঠেছিল ক্রিকেটের জনক দেশটি। ঘরের মাঠে খেলা হলেও সিরিজ দুটি নিয়ে বাড়তি সতর্ক ছিল বাংলাদেশ। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইওয়াশ করেছে সাকিব আল হাসানের দল।
বলা হয়, টি-টোয়েন্টিতে গড়পড়তা দল বাংলাদেশ। সেই দলটিই যখন বর্তমান চ্যাম্পিয়নকে সিরিজের সব ম্যাচে হারায়, তা বিশেষ সাফল্যের মর্যাদা পায়। বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসে এই সিরিজ জয়টি সেভাবেই বিবেচিত হচ্ছে। টি-টোয়েন্টি দলের এই যে পরিবর্তন, সেটা কি গত বিশ্বকাপ থেকে? কিংবা বিশ্বকাপের সঙ্গে এই সিরিজ জয়ের 'কানেকশন' আছে? সাকিব আরও পেছনে গেলেন, জানালেন তার অধিনায়কত্বের শুরু থেকে হয়তো এই পরিবর্তন। তবে বিশ্বকাপে থেকে আত্মবিশ্বাস মিলেছে বলে মনে করেন তিনি।
গত এশিয়া কাপে দুটি ম্যাচেই হেরে যায় বাংলাদেশ, তবে পারফরম্যান্স ছিল আশা জাগানিয়া। ওখান থেকেই পরিবর্তনের শুরুটা দেখছেন সাকিব। আর বিশ্বকাপে দুটি ম্যাচ জিতে বড় দলগুলোর বিপক্ষে লড়াই করার মানসিকতা তৈরি হয়েছে বলে মনে করেন তিনি।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সংবাদ সম্মেলনে এসে মুখে চওড়া হাসি নিয়ে সাকিব বললেন, 'দেখুন আমি বলবো পরিবর্তনটা, আমি জানি না। এশিয়া কাপ থেকে মনে হয় আমার অধিনায়কত্ব শুরু হয়েছে। আমরা ওখানে হয়তো কোনো ম্যাচ জিতিনি, কিন্তু আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি, আপনি যদি এশিয়া কাপ থেকে শুরু করেন।'
সাকিব মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের দুর্ভাগ্য যে সেমি-ফাইনাল খেলতে পারেনি, 'আমি তো মনে করি বিশ্বকাপে আমরা খুবই আনফরচুনেট ছিলাম যে আমরা সেমি-ফাইনাল খেলতে পারিনি। আমরা একটা ম্যাচ বেশি জিতলেই সেমি-ফাইনাল খেলতে পারতাম, ওই সুযোগটা আমাদের ছিলো।'
বিশ্বকাপের পারফরম্যান্স থেকে বড় দলের বিপক্ষে লড়ার আত্মবিশ্বাস তৈরি হয়েছে জানিয়ে সাকিব আরও বলেন, 'আমরা জানতাম যে আমরা খুবই কাছে আছি, আমাদের পুরো দলেরই বিশ্বকাপ থেকে এই বিশ্বাসটা তৈরি হয়েছে যে আসলে আমরা বড় দলের সঙ্গে লড়াই করতে পারি। বিশ্বকাপে যাওয়ার আগে আমাদের অনেক সংশয় ছিলো। কিন্তু বিশ্বকাপের পারফরম্যান্স আমাদের ওই বিশ্বাসটা দিয়েছে যে, আমরা বড় দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।'
প্রতিপক্ষ ইংল্যান্ড হলেও ঘরের মাঠের সিরিজ বলে বাংলাদেশ আত্মবিশ্বাসী ছিল বলে জানান সাকিব। বাংলাদেশ অধিনায়ক বলেন, 'এবার আমাদের ঘরে খেলা, আমাদের আত্মবিশ্বাস আরও অনেক বেশি ছিলো। বিশেষ করে আমার কাছে মনে হয়েছে যে ওদের ব্যাটসম্যানের কিছু ঘাটতি ছিলো। যে জায়গাটা কাজে লাগানোর সুযোগ ছিলো আমাদের এবং আমরা সেটা করতে পেরেছি। যখনই ওদের তিন-চার উইকেট পড়ে গেছে, তখন কিন্তু ওদের ওইরকম ব্যাটসম্যান ছিলো না। তো ওটা আমাদের জন্য একটা সুবিধা ছিলো অবশ্যই।'