মাদারীপুরে বাস দুর্ঘটনায় পরিবহন মালিকের বিরুদ্ধে পুলিশের মামলা
মাদারীপুরে বাস ভয়াবহ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যু ও অনেকে আহত হওয়ার ঘটনায় ইমাদ পরিবহন কর্তৃপক্ষ ও অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিবচর হাইওয়ে পুলিশ।
রোববার (১৯ মার্চ) সকালে ঘটা এ দুর্ঘটনার পেছনে বাসের যান্ত্রিক ত্রুটি ও বেপরোয়া গতির কারণ উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ-মহাপরিদর্শক সালমা বেগম।
পুলিশ জানিয়েছে, ঢাকাগামী বাসটি যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর আন্ডারপাস ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের; হাসপাতালে নেওয়ার পথে ২ জন এবং হাসপাতালে যাওয়ার পর আরও ৩ জন মারা যান। এছাড়া, আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ১৯ জনের মধ্যে এ পর্যন্ত ১৭ জনের পরিচয় পাওয়া গেছে এবং তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, জেলা প্রশাসন নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের চিকিৎসার জন্য ৫ হাজার করে টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে।