ঝালকাঠিতে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে নিহত অন্তত ১৭
ঝালকাঠিতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন; আহত ২০ জনেরও বেশি।
নিহতদের মধ্যে আটজন নারী, ছয়জন পুরুষ ও তিনটি শিশু রয়েছে।
আজ (২২ জুলাই) সকাল দশটার দিকে ছত্রকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, "পিরোজপুর জেলার ভান্ডারিয়া থেকে বরিশালগামী বাসটি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে স্টিয়ারিং এর নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।"
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আজাদ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা সকাল ৯টা ৫২ মিনিটে দুর্ঘটনার বিষয়ে ফোন পেয়েছি। উদ্ধার অভিযান এখনও চলছে।"
বাসটিতে অন্তত ৫০ জন যাত্রী ছিল বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এ মুহূর্তে খুলনা-ঝালকাঠি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।