জুয়ার আসর থেকে আটক ইউপি সদস্য
জুয়ার আসর থেকে পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য সিল্টু শেখসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে তাদেরকে গ্রেফতার করা হয়।
চলমান করোনা সংকটে মানুষের পাশে না থেকে জুয়ার আসর পরিচালনায় ব্যস্ত থাকায় ক্ষুদ্ধ এলাকার সাধারণ মানুষ।
বেড়া থানার ওসি সাহিদ মাহমুদ খান জানান, আসামীদের বিরুদ্ধে মামলা হয়নি। তারা থানায় রয়েছে। বৃহস্পতিবার সকালে ইউএনও'র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের শাস্তি দেওয়া হতে পারে । মামলা দিয়ে আসামীদের চালান করে দিলে ১৫০ টাকা জরিমানা দিয়ে জামিন নিয়ে এসে আবার এলাকায় জুয়া খেলা শুরু করবে এরা।
প্রসঙ্গত, করোনাভাইরাসে বিপর্যস্ত বেড়া উপজেলার মানুষের জীবন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বাড়ছে খাদ্য সংকট। দেশের ক্রান্তিলগ্নে অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে ঐ জনপ্রতিনিধি খেলছে জুয়া।
আর বেড়া উপজেলার জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ যেন থামছে না। এর আগে সরকারী চাল আত্মসাত করার অভিযোগে ঢালার চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কোরবান আলীকে গ্রেফতার করেছে র্যাব। তার পক্ষ নেওয়ায় বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে বহিস্কার করা হয়েছে। প্রশাসনকে আরও কঠোর দেখতে চায় বেড়া উপজেলাবাসী। যাতে আর কোনো জনপ্রতিনিধি অন্য করে পার পেয়ে না যায়।