সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার থেকে
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2023/03/22/3737011-816866095.jpg)
সৌদি আরবের কোথাও মঙ্গলবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা যায়নি। দেশটির সুপ্রিম কোর্ট তাই সিদ্ধান্ত দিয়েছে, দেশটিতে এ বছরের রোজা বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।
আজ বুধবার (২২ মার্চ) সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
মুসলমানরা চান্দ্র মাসের পঞ্জিকা অনুসরণ করেন, চাঁদ দেখার উপর নির্ভর করে ইসলামী পঞ্জিকার দশম মাস রমজানের শুরু হয়।
মঙ্গলবার চাঁদ দেখা না যাওয়ায় বুধবার শেষ হবে শাবান মাস এবং বৃহস্পতিবার রমজান মাস শুরু হবে বলে আরব নিউজের খবরে বলা হয়।
বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর রোজা ও ঈদ হয়ে থাকে।
বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি বুধবার সন্ধ্যায় বৈঠকে বসবে। রমজান মাসের চাঁদ দেখার খবর পর্যালোচনা করে সেখানে রোজা শুরুর তারিখ নির্ধারণ করা হবে।