মুন্সীগঞ্জে ৫ টাকায় এক কেজি করে ছোলা, তেল, পেঁয়াজসহ রোজার ৭ পণ্য
মাত্র ৫ টাকায় এক কেজি করে মুড়ি, চিনি, ছোলা, সয়াবিন তেল, খেজুর, মসুর ডাল ও পেঁয়াজ কেনার সুবিধা পেয়েছেন মুন্সীগঞ্জের নিম্ন আয়ের অন্তত ২০০টি পরিবার।
জেলার নিম্ন আয়ের মানুষের জন্য এ ইফতার বাজারের আয়োজন করে মুন্সীগঞ্জ সেবা কেন্দ্র নামের একটি সংগঠন।
শুক্রবার (২২ মার্চ) সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় ইদ্রিস আলী মাদবর পলিটেকনিক ইনস্টিটিউট সড়কে এ ইফতার বাজার বসে। সেখান থেকে মাত্র ৫ টাকায় এক কেজি করে সাতটি পণ্য বিক্রি করা হয়।
৫ টাকায় সাত ধরনের ইফতার পণ্য পেয়ে আনন্দ প্রকাশ করেন শহরের উত্তর ইসলামপুর এলাকার মো. মাসুদ।
তিনি বলেন, 'এ রোজায় বাজার থেকে ইফতার কিনে খাওয়ার মতো আমার সামর্থ্য নেই। সারাদিন রোজা রাখার পর আমার মতো অনেকের বাড়িতে চিনির অভাবে মেলে না শরবত।'
তিনি আরও বলেন, 'টাকার অভাবে ছোলা কিংবা খেঁজুর কিনতে পারি না। ৫ টাকায় ইফতার কিনতে পেরে ভালো লাগছে।'
নয়াগাঁও গ্রামের ৭০ বছর বয়সের পানপতি বেগম বলেন, 'আলহামদুলিল্লাহ। ৫ টাকায় অনেক কিছু পাইছি। জীবনে এই প্রথম ৫ টাকায় বাজার করে এতো কিছু পাইলাম।'
আয়োজক সংগঠনের সভাপতি মো. বায়েজিত খান বলেন, 'এবারই প্রথম ৫ টাকায় ইফতার দেওয়ার আয়োজন করেছি। সমাজের নিম্ন আয়ের মানুষের ইফতারের পাতে কিছু তুলে দিতে পেরেছি। ভবিষ্যতে আরও বড় রকমের আয়োজনের পরিকল্পনা রয়েছে।'
এবার রোজায় ২০০ পরিবারের মাঝে এই ইফতার বাজারের আয়োজন ছিল বলেও জানান তিনি।