শুক্রবার থেকে রমজান শুরু
বুধবার (২২ মার্চ) সন্ধ্যায় দেশের কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী শুক্রবার (২৪ মার্চ) থেকে পবিত্র রমজান মাস শুরু হতে যাচ্ছে।
আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।
কমিটির সিদ্ধান্ত অনুসারে, আগামীকাল থেকে তারাবীর নামাজ শুরু হবে। শবে কদর উদযাপিত হবে ১৮ এপ্রিলের রাতে।
সরকার ইতিমধ্যেই রমজান মাসের জন্য সমস্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং আধা-স্বায়ত্তশাসিত অফিসের সময় সকাল ৯টা থেকে দুপুর ৩:৩০ পর্যন্ত নির্ধারণ করেছে।
ইসলামি বা হিজরি ক্যালেন্ডারের নবম এবং সবচেয়ে পবিত্র মাস রমজান মাস।
মুসলিমরা এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকে। রমজান মাস সাধারণত ২৯ থেকে ৩০ দিন স্থায়ী হয়।