বিচার বিভাগের ওপর চাপ সৃষ্টির উদ্দেশ্যে প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাস করা হয়েছে: ইমরান খান
পাকিস্তানের প্রধান বিচারপতির ক্ষমতা হ্রাসে কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। বিচার বিভাগের ওপর চাপ প্রয়োগের উদ্দেশ্যে এই পদক্ষেপ বলে অভিযোগ করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
পিটিআই প্রধানের আরো অভিযোগ, বিচারবিভাগের ওপর চাপ প্রয়োগ করতেই চটজলদি তারা এই সিদ্ধান্ত নিয়েছে।
গতকাল মঙ্গলবার পার্লামেন্টে উত্থাপনের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা সুপ্রিম কোর্ট (প্রাকটিস অ্যান্ড প্রসিডিওর), বিল ২০২৩' আইনের সংশোধনীকে অনুমোদন দেয়। এরপর আজ বুধবার বিলটি পাকিস্তানের পার্লামেন্টের নিম্ন কক্ষ জাতীয় পরিষদে পাস হয়েছে।
ইতঃপূর্বে পাঞ্জাব ও খায়বার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচনের তারিখ পেছায় পাকিস্তানের নির্বাচন কমিশন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় পিটিআই। প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল পিটিআই এর সুয়োমোটো নোটিশ গ্রহণ করেন। এনিয়ে সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিসহ ক্ষমতাসীন সরকারের সাথে তার বিরোধ তৈরি হয়।
ইমরান খান অবশ্য মঙ্গলবারেই বলেন, "আমরা সবাই বিচার বিভাগের সংস্কার চাই। কিন্তু তাদের (সরকারের) লক্ষ্য নির্বাচন থেকে গাঁ বাচানো।"
অপর এক টুইট বার্তায় তিনি বলেন, "অপরাধীদের গ্যাং পাকিস্তানের সুপ্রিম কোর্টের ওপর হামলা করেছে, এর ক্ষমতা হ্রাস করে, অকার্যকর করতে চায়। জনতা এসব প্রচেষ্টার বিরোধিতা করেছে এবং এই প্রতিরোধ অব্যাহত থাকবে।"