মার্কেট পুনর্গঠনে প্রধানমন্ত্রীর কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চান বঙ্গবাজারের ব্যবসায়ীরা
রাজধানীর বঙ্গবাজার মার্কেট এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ চেয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।
দোকান মালিকদের পক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানোর পর বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন টিবিএসকে বলেন, "আমরা প্রধানমন্ত্রীর কাছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য ৫০০ থেকে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দ দেওয়ার অনুরোধ করছি।"
মঙ্গলবার (৪ এপ্রিল) ভয়াবহ অগ্নিকাণ্ডে বঙ্গবাজারের যেসব ব্যবসায়ীদের দোকান পুড়ে গেছে, তারাও প্রধানমন্ত্রীর কাছে মার্কেট পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন।
বঙ্গবাজারের ব্যবসায়ী মোহাম্মদ আলম বলেন, "প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, তিনি যেন দ্রুত মার্কেট পুনর্গঠনের নির্দেশনা দেন। আর এই জায়গা আজকের মধ্যে পরিস্কার করে দেন। আমরা যাতে আগামী দুই দিনের মধ্যে মাটিতে হলেও আমাদের দোকান চালু করতে পারি।"
একই আকুতি জানান বঙ্গবাজার কমপ্লেক্স ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অন্যান্য ব্যবসায়ীরাও।
"আমরা বাকিতে মাল এনে বিক্রি করবো। আমাদের কারও কারও গোডাউনে মাল আছে, সেগুলো বিক্রি করবো। আমরা প্রধানমন্ত্রীকে যত তাড়াতাড়ি সম্ভব বাজারটি পুনর্নির্মাণের নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করছি," যোগ করেন আলম।
গোল্ড ফ্যাশন নামে বঙ্গবাজার মার্কেটে মোহাম্মদ আলমের দশটি দোকান ছিল; তার সবকটিই পুড়ে গেছে গতকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে।
মোহাম্মদ ইলিয়াস নামে আরেক ব্যবসায়ী বলেন, "আমরা রমজানে বিক্রি করতে চাই। অন্য দোকান থেকে বাকিতে মাল এনে হলেও বিক্রি করবো।"