'পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়', সতর্কতা ট্রাম্পের
বাইডেন প্রশাসনের অধীনে বিশ্ব সামনে তৃতীয় পারমাণবিক বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারে বলে সতর্ক করেছেন ডোনাল্ড ট্রাম্প; একই সঙ্গে জো বাইডেনের প্রশাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি।
গত মঙ্গলবার ফৌজদারি মামলায় আদালতে শুনানির পর প্রথমবার জনসমক্ষে এসব মন্তব্য করেন তিনি।
৭৬ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ভাষ্যে, পারমাণবিক অস্ত্র ব্যবহারের জন্য বিশ্বের বিভিন্ন দেশ এখন প্রকাশ্যে হুমকি দিচ্ছে, যা তার প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে কখনো হয়নি।
নিউইয়র্ক থেকে ফেরার পরপরই ফ্লোরিডায় তার নিজের মার-এ-লাগো রিসোর্টে দেয়া বক্তব্যে ট্রাম্প বলেন, "বাইডেন প্রশাসনের নেতৃত্ব সর্বাত্মক পারমাণবিক তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। বিশ্বাস করুন বা নাই করুন, আমরা এটি থেকে খুব দূরে নই।"
রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্র তার বর্তমান ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্টের শাসনে একেবারেই বিশৃঙ্খল অবস্থার মধ্যে আছে।
"আমাদের অর্থনীতি বিপর্যস্ত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে। রাশিয়া চীনের সাথে মিলেছে। এগুলো বিশ্বাস হয়? সৌদি আরব ইরানের সাথে যোগ দিয়েছে," যোগ করেন তিনি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়া একত্রে একটি 'ভয়ঙ্কর ও ধ্বংসাত্মক জোট' হিসাবে গঠিত হয়েছে; তার নেতৃত্বে এমনটি কখনোই হতো না বলে দাবি ট্রাম্পের।
ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, "আমি প্রেসিডেন্ট থাকলে এমনটি কখনোই ঘটত না। রাশিয়াও ইউক্রেনের ওপর আগ্রাসন চালাত না। এতগুলো জীবন বেঁচে যেত। কতশত শহর রক্ষা পেত।"
ডোনাল্ড ট্রাম্প বলেন, "আমাদের মুদ্রাব্যবস্থা ধসে পড়েছে এবং শীঘ্রই তা বিশ্বমানের হওয়ার কোনো সম্ভাবনাও নেই। এটি গত ২০০ বছরের মধ্যে আমাদের সবচেয়ে বড় পরাজয়।"
এরপরেই ট্রাম্প তার উত্তরসূরি জো বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার অভিযোগ আনেন।
"আপনি যদি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে খারাপ পাঁচজন প্রেসিডেন্টের তালিকা করেন, দেখবেন তারা সবাই মিলেও জো বাইডেন ও তার প্রশাসন যেভাবে আমাদের দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তার কাছাকাছি নিতে পারে নি", বলেন ট্রাম্প।