গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে সরাইলে শিশু হত্যা
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে মহিউদ্দিন (৭) নামে এক শিশুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার সকালে উপজেলার নোয়াগাঁও গ্রামের একটি বিল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মহিউদ্দিন নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের লিয়াকত মিয়ার ছেলে। এ ঘটনায় মো. কবির (১৭) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক কবির নিহত মহিউদ্দিনের প্রতিবেশী। গত কয়েকদিন আগে কবির তার গরুর জন্য ঘাস কেটে মহিউদ্দিনের বাড়িতে নিয়ে রাখে। এ নিয়ে মহিউদ্দিনের মায়ের সঙ্গে কবিরের ঝগড়া হয়। এ ঝগড়ার জেরে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে কবির।
প্রতিশোধ নিতেই মহিউদ্দিনকে হত্যার পরিকল্পনা করে কবির। পরে শনিবার মহিউদ্দিনকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বিলে ফেলে আসে।
সরাইল থানার ওসি নাজমুল আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে কবির। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।