গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হাজারো মানুষ
সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্র, গণবিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আজ সকাল ১০টা থেকে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ।
ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন শেষে এসময় অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
শ্রদ্ধা জ্ঞাপন শেষে কান্নাজড়িত কন্ঠে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের কর্মচারী সূচি বেগম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "পাশের চাকল গ্রামেই আমাদের বাড়ি। মাত্র আড়াই বছর বয়সে জাফরুল্লাহ ভাই আমাকে আমার বাবা মায়ের কাছ থেকে এনে বড় আদরে মানুষ করেছেন, লেখাপড়া করিয়েছেন। গণপাঠশালার প্রথম ব্যাচের শিক্ষার্থী আমি। বড় ভাইয়ের (ডা. জাফরুল্লাহ চৌধুরী) কাছেই বড় হয়েছি।"
"এতদিন বটবৃক্ষ হয়ে মাথার উপর ছিলেন তিনি, আজ অভিভাবকশূন্য হয়ে গেলাম," বলেন তিনি।
এসময় পাশেই একটি হুইল চেয়ারে বসে কাদছিলেন গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের আরেক কর্মচারী আকলিমা আক্তার।
তিনি বলেন, "আজ থেকে ৩০ বছর আগে সিআরপি থেকে সেলাই প্রশিক্ষণের জন্য আমাকে গণস্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছিলো। সেই থেকে বড় ভাইয়ের (ডা. জাফরুল্লাহ চৌধুরী) সাথে পরিচয়।"
"শারীরিক প্রতিবন্ধী হওয়ায় অনেকেই এখানে আমাকে চাকরি দিতে চায়নি, বড় ভাই আমাকে চাকরি দিয়েছেন। তিনি এখানে এলেই আমাদের খোঁজখবর নিতেন, একসাথে খাবার খেতেন। বড় ভাইয়ের মত মানুষ আমরা আর পাবো না," বলেন তিনি।
গণবিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা শারমীন আক্তার জানান, শেষ শ্রদ্ধা নিবেদন শেষে আজ জুমার নামাজের পর গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৫ম জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে দুপুর ২টায় গণস্বাস্থ্য কেন্দ্র প্রাঙ্গণে সুচনা ভবনের সামনে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে সমাহিত করা হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠে রাখা রয়েছে।
এই মুহুর্তে পিএইচএ মাঠে বিভিন্ন সামাজিক সংগঠন, গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতাল, গণবিশ্ববিদ্যালয়সহ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণীপেশার সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত রয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরীর পরিবারের সদস্যরা।